ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় নাব্য সঙ্কট

প্রকাশিত: ০৫:১৩, ৯ আগস্ট ২০১৭

পদ্মায় নাব্য সঙ্কট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের লৌহজং চ্যানেলে নাব্য সঙ্কটে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। সোমবার রাতে নাব্য সঙ্কট নিরসনে চ্যানেলের মুখে ড্রেজার বসালে ২৪ ঘণ্টা ফেরি চলাচল সীমিত থাকে। তবে মঙ্গলবার দুপুর ১২টার পর চ্যানেলের মুখ থেকে ড্রেজার সরিয়ে নিলে নৌরুট আবার সচল হয়। এ সময়ে ঘাটে দেখা দেয় বিশাল যানজট। যানজটে আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ নৌ রুটের ১৭টি ফেরির মধ্যে চলাচল করছিল শুধু ৫টি কে-টাইপ ফেরি। সরু চ্যানেলে ড্রেজার মেশিন কাজ করায় রো-রো ফেরিসহ অন্য বড় ফেরিগুলোর চলাচল বন্ধ হয়ে যায়। এতে শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনে সংখ্যা ৫ শত ছাড়িয়ে যায়। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে এখন ফেরি চলাচল করে ওয়ানওয়ে চক্রাকার নৌপথে। অর্থাৎ ফেরিগুলো এক চ্যানেল দিয়ে শিমুলিয়া থেকে যায়, আবার ফিরতি পথে লৌহজং চ্যানেল দিয়ে শিমুলিয়ায় আসে। গত কয়েক মাস আগে লৌহজং চ্যানেলে নাব্য সঙ্কট দেখা দিলে বিআইডবিলউটিএ এ চ্যানেলের দুই কি.মি. ডাউনে বিকল্প চ্যানেল চালু করলে ফেরিগুলো ওয়ানওয়ে পথে চলতে থাকে। লৌহজং চ্যানেলে দীর্ঘদিন ধরে নাব্য সঙ্কট চলতে থাকায় এ সঙ্কট নিরসনে গত রবিবার থেকে ড্রেজিং শুরু হয়েছে।
×