ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালাম না দেয়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৫:১৩, ৯ আগস্ট ২০১৭

সালাম না দেয়ায় মা-ছেলেকে পিটিয়ে  আহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ আগস্ট ॥ প্রভাবশালীকে সালাম না দেয়ায় কবির হোসেন নামের এক স্কুলছাত্র ও তার মাকে টর্চলাইট দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সোমবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসি গ্রামে এ ঘটনা ঘটে। আহত কবির হোসেন স্থানীয় মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের দিনমজুর তোফায়েল হোসেনের পুত্র। আহত কবির হোসেন ও তার মা নাছিমা আক্তার জানান, স্কুলছাত্র কবির হোসেন সোমবার মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে প্রবাস ফেরত ইকবাল হোসেন নামের এক প্রভাবশালীকে সালাম না দেয়ায় কবির হোসেনকে (১৩) টর্চলাইট দিয়ে মাথায় ও হাতে-পায়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার চিৎকারে ছেলেকে রক্ষার জন্য তার মা নাছিমা বেগম এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের (মা-ছেলে) প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে (সোমবার রাতে) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে নাছিমা বেগম ও তার স্বামী তোফায়েল হোসেনসহ তাদের স্বজনরা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের কিংবা বিষয়টি সাংবাদিকদের না জানানোর জন্য তাদের হুমকি প্রদর্শন করা হচ্ছে।
×