ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরণখোলায় সড়কে ধস

প্রকাশিত: ০৫:১২, ৯ আগস্ট ২০১৭

শরণখোলায়  সড়কে  ধস

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-শরণখোলার রায়েন্দা-তাফালবাড়ী অংশের কদমতলা এলাকায় সড়কের মাঝ বরাবর আবারও ধসে গেছে। সোমবার রাতে সড়কে ফাটল দেখা দেয়। সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়কটি দ্রুত মেরামত করা না হলে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত বছর রায়েন্দা-তাফালবাড়ী অংশের লাকুড়তলা এলাকায় প্রায় ৫০ মিটার দেবে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়ে সড়কটি। ওই সময় স্থানীয়রা সড়কের পাশের খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগ মেরামত করলেও ঝুঁকি কমেনি। ওই ঘটনায় জড়িত কয়েকজনের নামে ক্ষতিপূরণের মামলাও করে সওজ বিভাগ। বর্তমানে ধসে যাওয়া সড়কের বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত বছর কদমতলা গ্রামের আসমত আলী সিকদারের ছেলে কৃষক দেলোয়ার সিকদার সড়কের পাশের খাল থেকে তার আলু ক্ষেতে পানি নেয়ার জন্য সড়কের নিচ থেকে মাটির খুঁরে পাইপ স্থাপন করেন। এ বছর অতি বৃষ্টিপাতের কারণে সড়কের নিচের অংশের মাটি সরে হঠাৎ ফাটল ধরে ধসে যায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, গর্তের পাশ থেকে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস ও অন্য যানবাহন চলাচল করছে।
×