ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৫:১২, ৯ আগস্ট ২০১৭

বগুড়ায় নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলায় নদীতে ডুবে সৈকত ইসলাম শুভ (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গাংনই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বিহার ইউনিয়নের নাটমারিচা গ্রামের আবু হোসাইনের ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার আলিয়ারহাট মাদ্রসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শুভ সোমবার বিকেলে বাবার সঙ্গে নিজদের আবাদি জমিতে যায়। একপর্যায়ে সে বাবার অগোচরে নদীতে নামলে ডুবে যায়। মঙ্গলবার সকালে শরের ঘাট এলাকায় শুভর লাশ ভেসে উঠে। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের একটি পার্কের পুকুরের পানিতে ডুবে পার্থিব সরকার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের হয়বতনগর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, সকালে শিশুটিকে নিয়ে তার বাবা ব্যাংক কর্মকর্তা প্রদীপ সরকার ও মা কটিয়াদীর বনগ্রামের পরিবারকল্যাণ সহকারী প্রিয়াংকা দত্ত পার্কে বেড়াতে যায়। এ সময় বাবা-মা পার্কে বসে গল্প করার সময় শিশুটি তাদের অজান্তে পার্কের পুকুরের পড়ে যায়। পরে পার্কের নিরাপত্তাকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহের সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন নামের দুই বছরের এক শিশু মারা গেছে। সে মামুনশিয়া গ্রামের আকাশ হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মারুফ হোসেন বাজার গোপালপুরে নানা আব্বাস উদ্দীনের বাড়িতে মার সঙ্গে বেড়াতে আসে। সকালে বাড়ির সামনে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়।
×