ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় ১২ ঘণ্টায় ৩ নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:১০, ৯ আগস্ট ২০১৭

মঠবাড়িয়ায় ১২  ঘণ্টায় ৩ নারীর  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৮ আগস্ট ॥ মঠবাড়িয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে লাভলী বেগম (২৮), জামিলা আক্তার (১৯) ও লাইজু আক্তার সখিনা (২০) নামের তিন নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম তিনটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার রাত সাড়ে নটায় পাশর্^বর্তী পাথরঘাটা থানার খাশতাবক এলাকার মঞ্জুরুল আলমের মেয়ে লাভলী বেগম স্বামী মজিবরকে একমাস আগে তালাক দিয়ে প্রেমিক আল-আমীনকে বিয়ে করতে চায়। এতে প্রেমিক আল-আমীন রাজি না হওয়ায় সোমবার রাতে ঘরে থাকা চালের পোকা নিধনের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার সকালে পৌর শহরের কাছিছিড়া গ্রামের বেকার স্বামী রফিকুল ইসলামের ওপর অভিমান করে জামিলা আক্তার পিতার বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে সোমবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হানিফ মাতুব্বরের মেয়ে লাইজু আক্তার সখিনার সন্তান না হওয়ায় স্বামী জাহাঙ্গীর হোসেনের নির্যাতন সইতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে থানা পুলিশ পিতা হানিফ মাতুব্বরের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছে। সিরাজগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার একটি খাল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিয়ারাঘাটে একটি খালের মধ্যে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে।
×