ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে ক্লাস বর্জন ॥ বিক্ষোভ

উত্ত্যক্তের প্রতিবাদ ॥ দুই শিক্ষক লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:০৯, ৯ আগস্ট ২০১৭

উত্ত্যক্তের প্রতিবাদ ॥ দুই শিক্ষক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ক্লাস রুমের সামনে গিয়ে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ দুই কলেজ শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী ডিগ্রী কলেজের ক্যাম্পাসে। হামলার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। জানা গেছে, পৌর সদরের তেরচর গ্রামের দেলোয়ার ফকিরের বখাটে পুত্র শাওন ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে মুলাদী ডিগ্রী কলেজের ছাত্রীদের প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের যৌন হয়রানি করে আসছিল। তারই ধারাবাহিকতায় শাওন মঙ্গলবার সকালে ক্লাস শুরুর আগে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ক্লাস রুমের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত শুরু করে। এ সময় মুলাদী ডিগ্রী কলেজের শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাফিজ আহমেদ ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল আলীম বখাটেদের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাওন শিক্ষকদের শারীরিক লাঞ্ছিত করলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষক মিলনায়তনে নিয়ে যায়। ওই সময় শাওন মুচলেকা দিয়ে শিক্ষক মিলনায়তন থেকে বের হয়ে যায়। সূত্রে আরও জানা গেছে, পরবর্তীতে সকাল সাড়ে দশটার দিকে বখাটে শাওন ও তার ১৫-২০ সহযোগী সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে শিক্ষকদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় প্রভাষক হাফিজ আহমেদ ও আব্দুল আলীম গুরুতর আহত হন। হামলাকারীরা কলেজ অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বীরদর্পে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পরে শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
×