ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৫:০৮, ৯ আগস্ট ২০১৭

ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ আগস্ট ॥ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নদীভাঙনকবলিত কামারজানি গোঘাট এলাকার দুস্থ অসহায় ৩শ’ পরিবারের মাঝে মঙ্গলবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে নাহিদ ফাউন্ডেশন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি ডাল, ১টি শাড়ি ও ১টি লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও এর মধ্যে ১০০টি পরিবারকে ১ কেজি করে গরুর মাংসও বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণে সহায়তা করেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আলমগীর, রকিবুল হক চৌধুরী রকিব, হিসাবরক্ষক আরিফুল ইসলাম রাজিব, মোঃ আসাদ প্রমুখ। সনদ বিতরণ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ আগস্ট ॥ চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়ার্ড প্লাটুনভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপত্র ও কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বহরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র ও কার্ড বিতরণ করেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট এ এস এম আজিম উদ্দিন। এ প্রশিক্ষণের আওতায় যে সব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন তাদের আনসার ভিডিপি এটুআই ইনোভেশন প্রজেক্ট জননিরাপত্তা নেটওয়ার্ক ন্যাশনাল ডাটাব্যাজ প্রশিক্ষণের মাধ্যমে সদস্য করা হয়েছে। ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
×