ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৫:০৫, ৯ আগস্ট ২০১৭

পটিয়ায় গৃহবধূকে  হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৮ আগস্ট ॥ এবার চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম জাহানারা বেগম (৩০)। সে পটিয়া উপজেলার শোভনদ-ী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের ২নং ওয়ার্ডের নাজিম উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জাহানারা মারা গেছেন। স্বামীর পরকীয়ায় বাধা দেয়ার কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। পুলিশ স্বামী নাজিম উদ্দিনকে থানা কম্পাউন্ডার থেকে গ্রেফতার করে। জানা গেছে, সাতকানিয়া উপজেলার উত্তর কালীনগর এলাকার নূর আহমদের কন্যা জাহানারা বেগমের সঙ্গে ৭ বছর আগে পটিয়ার শোভনদ-ী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের হাশেমের পুত্র নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পুত্রটির বয়স তিন মাস। স্বামী নাজিম বেশ কিছুদিন ধরে এক গার্মেস্টস কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই মেয়েকে এক মাস আগে বিয়ে করে ঘরে তোলেন। এ নিয়ে তাদের সংসারে অশান্তি দেখা দেয় এবং প্রায় সময় ১ম স্ত্রী জাহানারাকে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকেন। গত শনিবার রাতে পুনরায় স্বামী ও ননদরা মিলে লোহার রড দিয়ে পিটিয়ে একপর্যায়ে অজ্ঞান করে ফেলেন। এ সময় পরিবার ও এলাকার লোকজন গৃহবধূকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। গৃহবধূর পিতা নূর আহমদ জানিয়েছেন, তার কন্যা জাহানারাকে স্বামী নাজিম প্রায় সময় মারধর করতেন। স্বামীর মারধর ও নির্যাতনের শিকার হয়ে জাহানারা মারা গেছেন বলে দাবি করেন।
×