ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খাল মুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ০৫:০৪, ৯ আগস্ট ২০১৭

চট্টগ্রামে খাল মুক্ত করতে  চসিকের উচ্ছেদ   অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে শুরু হয় নগরীর মহেশখাল এবং গয়নার ছড়ার দুপাড়ের স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শরমিন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে খালের অবৈধ স্থাপনা অপসারণ করার কাজ। এতে নিয়োজিত রয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক। ব্যবহার করা হচ্ছে ৬টি ডাম্প ট্রাক, দুটি পেলোডার, একটি ব্যাক হো লোডার এবং দুটি স্কেভেটর। প্রসঙ্গত, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ইতোপূর্বে নগরবাসীকে জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্তি দেয়ার লক্ষ্যে খাল পুনরুদ্ধার এবং পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে নগরীর সাগরিকা এলাকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে কাছাকাছি এলাকা থেকে শুরু হয় এ অভিযান। বিকেলের মধ্যেই উচ্ছেদ করা হয় ফইল্যাতলি বাজার এবং গয়নার ছড়া এলাকার দুই কিশোমিটারেরও বেশি এলাকার অবৈধ স্থাপনা। খাল মুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।
×