ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাল্লেকেলে টেস্টে নেই হেরাথ

প্রকাশিত: ০৪:৫৮, ৯ আগস্ট ২০১৭

পাল্লেকেলে টেস্টে  নেই হেরাথ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই হারে সিরিজ শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর তৃতীয় টেস্টে তারা পাচ্ছে না সেরা স্পিনার রঙ্গনা হেরাথকে। পিঠের ইনজুরির কারণে শনিবার থেকে পাল্লেকেলেতে শুরু হওয়া তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন হেরাথ। চলমান সিরিজে লঙ্কানদের ইনজুরির তালিকায় নতুন করে যুক্ত হলেন হেরাথ। এর আগে আসেলা গুনারতেœর আঙ্গুলে চিড় ধরায় দল থেকে ছিটকে যান। এছাড়া পিঠের ইনজুরির কারণে সুরাঙ্গা লাকমাল ও হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে বিশ্রামে রয়েছেন নুয়ান প্রদীপ। অধিনায়ক দিনেশ চান্ডিমাল অসুস্থতার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। শ্রীলঙ্কান ক্রিকেট সূত্রের খবর, রঙ্গনা পিঠের সমস্যার কথা জানানোর পরে পর্যবেক্ষণ শেষে দেখা গেছে তার খেলা সম্ভব নয়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভবিষ্যতের ব্যস্ত সূচীর কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। ইতোমধ্যেই সিরিজে পরাজিত হওয়ায় শেষ টেস্টে তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না দলীয় ব্যবস্থাপনা। সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এর পরপরই নবেম্বরে ভারতের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাঁহাতি এই স্পিনার তিন সপ্তাহে শেষ তিন টেস্টে মোট ১৫১ ওভার বোলিং করেছেন। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার গল টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পেলেও দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠেছিলেন। প্রদীপের স্থানে লঙ্কান দলে জায়গা হতে পারে ফাস্ট বোলার দুশমান্থা চামিরার। শ্রীলঙ্কান ক্রিকেটে সময়টা একদমই ভাল যাচ্ছে না। সম্প্রতি ঘরের মাটিতে জিম্বাবুইয়ের কাছে পাঁচ ওয়ানডের সিরিজে হারে লঙ্কানরা। একমাত্র টেস্টটিও হারতে হারতে জয়। আর এখন ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না চান্দিমালের দল। তার ওপর একের পর এক এই ইনজুরি।
×