ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবকে হটিয়ে শীর্ষে জাদেজা

প্রকাশিত: ০৪:৫৭, ৯ আগস্ট ২০১৭

সাকিবকে হটিয়ে শীর্ষে জাদেজা

স্পোর্টস রিপোর্টার ॥ সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা আগেই দখল করেছিলেন রবীন্দ্র জাদেজা। এবার সাকিব আল হাসানকে পেছনে ফেলে জীবনে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় তারকা ক্রিকেটার। তার রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩৮। সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। এর পেছনে বড় একটা কারণও আছে। বছরজুড়ে অনেক বেশি টেস্ট খেলে মোড়ল দেশ ভারত, সেই তুলনায় খুব কম ম্যাচ পায় বাংলাদেশ। মঙ্গলবার নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জাদেজা সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন আছেন তিন নম্বরে, তার পয়েন্ট ৪১৮। দক্ষিণ আফ্রিকার বিপকেস সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ইংলিশ অলরাউন্ডার মঈন আলি (৪০৯) আছেন চতুর্থ স্থানে। পাঁচে আরেক ইংল্যান্ড তারকা বেন স্টোকস (৩৬০)। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৭০ রান করার পাশাপাশি দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জাদেজা। মিচেল জনসনকে পেছনে ফেলে বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে কম টেস্টে দেড় শ’ (১৫০) শিকারের নতুন রেকর্ডও গড়েন তিনি। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের ফলটাও এলো হাতে নাতে। একদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে মঈন আলির পারফর্মেন্সও ছিল অবিশ্বাস্য। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিং- তিনটিতেই নিজের আগের সেরাকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানী বংশোদ্ভূত ইংলিশ তারকা। ওল্ডট্র্যাফোর্ড টেস্টে ১৪ ও অপরাজিত ৭৫ রান করে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন মঈন। আছেন নিজের সেরা ২১ নম্বরে। বল হাতে ৭ উইকেট নিয়ে ধরে রেখেছেন ১৮তম অবস্থান। পেয়েছেন নিজের সেরা রেটিং পয়েন্ট, ৬২৫। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই আছে চারে। তবে ক্যারিয়ারে প্রথমবার স্পর্শ করেছেন চার শ’ রেটিং পয়েন্ট (৪০৯)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২৭, বোলারদের ৩০ ও অলরাউন্ডারদের মধ্যে ৬ থেকে শুরু করেছিলেন মঈন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে চার ম্যাচের সিরিজে আড়াই শ’ রান (২৫২) ও ২৫ উইকেটের রেকর্ড গড়েছেন এই সিরিজে। সেটিরই প্রতিফলন র‌্যাঙ্কিংয়ে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মঈন সতীর্থ জেমস এ্যান্ডারসন, ফলে এক্ষেত্রে তিনে নেমেছেন অশ্বিন। কলম্বো টেস্টে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে অজিঙ্কা রাহানে উঠে এসেছেন পাঁচে, একধাপ এগিয়ে তিনে চেতেশ্বর সতীর্থ চেতেশ্বর পুজারা। ওল্ডট্র্যাফোর্ডে ৯৯ রান করে জনি বেয়ারস্টো দুইধাপ এগিয়ে এখন সাত নম্বরে। একই টেস্টে ৩০ ও ৮৩ রান করে একধাপ এগিয়ে নয়ে হাশিম আমলা। কলম্বো টেস্টে শ্রীলঙ্কা হারলেও সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে কুশল মেন্ডিস উঠেছেন ১৯ নম্বরে। আরেক সেঞ্চুরিয়ান দিমুথ করুনারতেœ ১৩ ধাপ এগিয়ে ২৪-এ।
×