ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বললেন রিয়াল মাদ্রিদ সভাপতি, কোচ হিসেবে মরিনহোর চেয়ে জিদান এগিয়ে

রোনাল্ডোর ওজনের স্বর্ণ দিলেও তাকে বিক্রি করব না’

প্রকাশিত: ০৪:৫৭, ৯ আগস্ট ২০১৭

রোনাল্ডোর ওজনের স্বর্ণ দিলেও তাকে বিক্রি করব না’

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের বার্সিলোনা ছাড়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন আছে। তবে পর্তুগীজ সুপারস্টারকে কিছুতেই ছাড়া হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর ওজনের সমপরিমাণ স্বর্ণ দেয়া হলেও তাকে বিক্রি করা হবে না। রোনাল্ডোকে লম্বা সময়ের জন্য ধরে রাখার লক্ষ্যে তার জন্য ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বেঁধে দেয় লস ব্লাঙ্কোসরা। যেন তাকে কেউ না নিতে পারে। এবার একই কথার প্রতিধ্বনি শোনা গেছে রিয়ালের সভাপতির মুখে। স্প্যানিশ কর্তৃপক্ষ রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনার পর তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দেন। এটি নিয়ে বেশ চিন্তিত ছিলেন পেরেজ। তবে সম্প্রতি রিয়ালের হয়ে আরও শিরোপা জিততে চাই সি আর সেভেনের এই ঘোষণার পর সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি স্বস্তি পায়। সাক্ষাতকারে পেরেজ বলেন, রোনাল্ডোকে বিক্রি করব? কখনই না। যদি তার ওজনের সমান স্বর্ণও দেয়া হয় তবে তাকে বিক্রি করব না। শুধু গ্রেট খেলোয়াড়দেরই এত মূল্য হয়ে থাকে। উয়েফা সুপার কাপের ফাইনালের জন্য আপাতত মেসিডোনিয়ায় আছে রিয়াল মাদ্রিদ। নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে শিরোপা নির্ধারণী ম্যাচে সি আর সেভেন খেলবেন কি না সেটি নিশ্চিত নয়। তবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সিলোনার বিরুদ্ধে ঠিকই খেলবেন রোনাল্ডো। এদিকে কোচ হিসেবে জোশে মরিনহোর চেয়ে জিনেদিন জিদানকে এগিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। সাত বছর আগে রিয়ালের কোচ হয়েছিলেন মরিনহো। সান্টিয়াগো বার্নাব্যুতে তেমন সফলতা পাননি তিনি। মার্সেলো মরিনহোর পর জিদানের অধীনে খেলছেন। রিয়ালের হয়ে তিন বছরের কোচিং ক্যারিয়ারে একটি করে লা লিগা ও কোপা ডেল রে শিরোপা জেতেন মরিনহো। ২০১৩ সালে ক্লাবটি থেকে ছাঁটাই হন পর্তুগীজ লৌহমানব। অন্যদিকে রিয়ালের হয়ে মাত্র দেড় বছরের ক্যারিয়ারে ইতোমধ্যেই দুটি চ্যাম্পিয়ন্স লীগ এবং একটি করে লা লিগা ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন জিদান। তাই বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিনহোর চেয়ে নিজের বর্তমান গুরু জিদানকে এগিয়ে রাখছেন মার্সেলো। সাক্ষাতকারে মার্সেলো বলেন, আমি মরিনহোর অধীনে খেলেছি। তিনি গ্রেট কোচ। তিনি আমাদের শিখিয়েছেন যে, আমাদের লড়াই করতে হবে। জিদানও আমাদের একই জিনিস শেখাচ্ছেন। কিন্তু দু’জনের মধ্যে পার্থক্য হলো শিরোপা এবং তার অনুপ্রেরণায়। মরিনহো ও জিদানের মধ্যে কে সেরা মঙ্গলবার রাতেই তার একটি পরীক্ষা হয়ে গেছে। কেননা উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয় জিদানের রিয়াল মাদ্রিদ ও মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহো নাকি জিদান কে হাসবেন শেষ হাসি তা অবশ্য ইতোমধ্যে জানা হয়ে গেছে।
×