ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান ক্লাব চাপেকোয়েন্সকে হারিয়ে গাম্পার ট্রফিতে বার্সিলোনার উৎসব

আবেগের ম্যাচে সম্প্রীতির বন্ধন

প্রকাশিত: ০৪:৫৬, ৯ আগস্ট ২০১৭

আবেগের ম্যাচে সম্প্রীতির বন্ধন

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান তারকা নেইমারের দুঃখ ভুলে মাঠের লড়াই শুরু করেছে বার্সিলোনা। সেলেসাও তারকাকে ন্যুকাম্পে রাখার সবরকম চেষ্টাই করেছিল তারা। কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত বার্সিলোনা ছেড়ে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। নেইমারের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছিল ন্যুক্যাম্পে। সেই দুঃখ ভুলে আবার মাঠে নেমেছে বার্সিলোনা। সোমবার রাতে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিলিয়ান ক্লাব চাপেকোয়েন্সের বিরুদ্ধে। নেইমারকে ছাড়াই বার্সিলোনা জিতেছে ৫-০ গোলে। বার্সার হয়ে গোলগুলো করেন জেরার্ড ডুফো, সার্জিও বসকুয়েটস, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ডেনিস সুয়ারেজ। এই ম্যাচটির নাম জুয়ান গাম্পার ট্রফি। এই ট্রফি জিতেই মৌসুম শুরু করলো আর্নেস্টো ভালভার্ডের দল। প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পার ট্রফির গত সংস্করণে ইতালির ক্লাব সাম্পডোরিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সিলোনা। ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পারের নামানুসারে প্রতি বছর মৌসুম শুরুর প্রাক্কালে এই ম্যাচের আয়োজন করে বার্সিলোনা। এবার হলো এই ট্রফির ৫২তম সংস্করণ। গত মৌসুম শেষ হওয়ার পর ন্যুক্যাম্পে এটাই প্রথম ম্যাচ বার্সিলোনার। নেইমার পিএসজিতে চলে যাওয়ার পরও প্রথম ম্যাচ। অন্যদিকে আর্নেস্টো ভালভার্ডে কোচের দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামে কাতালানরা। সবমিলিয়ে বড় জয়ে গাম্পার ট্রফি জিতে নতুন মৌসুমের প্রস্তুতি সেরে রেখেছে বার্সা। যথারীতি বার্সার এই জয়ে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করেন সুপারস্টার লিওনেল মেসি। গত বছরের নবেম্বরে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার ক্লাব এ্যাটলেটিকো ন্যাশিওনালের বিরুদ্ধে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় চাপেকোয়েন্সে খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। ওই দুর্ঘটনায় মারা যায় ৭১ জন যাত্রী। এদের মধ্যে ছিলেন ক্লাবটির ১৯ জন খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ। মাত্র তিনজন খেলোয়াড় প্রাণে বেঁচে যান। প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাজিলের ক্লাবটিকে আমন্ত্রণ জানায় স্প্যানিশ পরাশক্তিরা। ভয়াবহ এই ট্র্যাজেডি সামলে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিলিয়ান ক্লাবটি। তাদের আরও উৎসাহ দেয়ার জন্যই মূলত ন্যুক্যাম্পে প্রীতি ম্যাচটি খেলেছে বার্সিলোনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থও ব্যয় করা হবে চাপেকোয়েন্সের পুনর্গঠনে। ন্যুক্যাম্পে বার্সার বিরুদ্ধে এই প্রীতি ম্যাচে চাপেকোয়েন্সকে নেতৃত্ব দিয়েছেন এ্যালান রাচেল। সেই ভয়াবহ দুর্ঘটনায় তিনিও ছিলেন বিধ্বস্ত হওয়া বিমানটিতে। রাচেলসহ মাত্র তিনজন ফুটবলার সে যাত্রা প্রাণে বেঁচে গিয়েছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর বার্সিলোনার বিরুদ্ধেই প্রথমবারের মতো আবার মাঠে নেমেছেন রাচেল। ম্যাচ শেষে তিনি বলেন, এ মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। কারণ আমি বেঁচে আছি খুবই অবিশ্বাস্যভাবে। আর স্পেনে এসে বার্সিলোনার বিরুদ্ধে খেলতে পারাটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। এই স্টেডিয়ামে যে কখনও খেলতে পারব সেটা আমি কল্পনাও করিনি। চাপেকোয়েন্সের যে তিনজন ফুটবলার বেঁচে যান তাদের সম্মানে ন্যুক্যাম্পের মাঠে দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান। জানান অভিবাদন। অতিথি দলের অধিনায়ক রাচেল ৩৫ মিনিটে মাঠ ছাড়ার সময়ও দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। খেলা শুরু হওয়ার আগে দুই দল একসঙ্গে ছবি তোলে। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডি বক্সের ভেতরে ইভান রাকিটিচের পাস থেকে গোল করে বার্সিলোনাকে এগিয়ে নেন জেরার্ড ডুফো। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বার্সা। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাজিত করে বল জালে পাঠান বসকুয়েটস। ২৮ মিনিটে লিওনেল মেসির গোলে জয় অনেকটাই নিশ্চিত হয় স্বাগতিকদের। বিরতির পর খেলার ৫৩ মিনিটে দুরূহ কোণ থেকে দারুণ শটে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ২০ মিনিট পর ডেনিস সুয়ারেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্ডের দল। এই ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের প্রস্তুতি সেরে রেখেছে কাতালানরা। আগামী ১৩ ও ১৬ আগস্ট দুই লেগের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সিলোনা।
×