ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঈনের রেকর্ডে উদ্ভাসিত ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:৫৫, ৯ আগস্ট ২০১৭

মঈনের রেকর্ডে উদ্ভাসিত ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ একসঙ্গে এত প্রাপ্তি ভাবা যায় না। অধিনায়ক হিসেবে প্রথম মিশনেই বাজিমাত করলেন জো রুট। ওল্ডট্র্যাফোর্ড টেস্টে ১৭৭ রানে জয়ের পথে শক্তিধর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের সিরিজ ৩-১এ জিতে নিল স্বাগতিক ইংল্যান্ড। ১৯৯৮ সালের পর প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাটিতে ইংলিশদের যেটি প্রথম সিরিজ জয়। ব্যবধান ৩ বা তার বেশি ধরলে সেটি পিছিয়ে যাবে ১৯৬০ পর্যন্ত। অলরাউন্ড নৈপুণ্যে সব ছাপিয়ে গেছেন মঈন আলি। টেস্ট ইতিহাসে চার বা তার কম ম্যাচের কোন সিরিজে প্রথমবারের মতো ২৫০ রান করার পাশাপাশি বল হাতে ২৫ উইকেট শিকারের বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পাকিস্তানী বংশোদ্ভূত এ ইংলিশ অলরাউন্ডার। স্বাভাবিকভাবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং ‘ম্যান অব দ্য সিরিজের’ দুটি পুরস্কারই উঠেছে তার হাতে। মঈনে মুগ্ধ অধিনায়ক রুট, কোচ ট্রেভর বেইলিসসহ গোটা ক্রিকেটবিশ্ব। ৩৮০ রানের জয়ের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকা সোমবার চতুর্থদিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০২ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২২৬ রান। ইংল্যান্ড ৩৬২ ও ২৪৩। লর্ডসের প্রথম টেস্টে ২১১ রানে জিতেছিল ইংলিশরা। নটিংহামে ৩৪০ রানের জয়ে সমতা (১-১) ফেরায় অতিথি প্রোটিয়ারা। কেনিংটন ওভালের তৃতীয় টেস্টে রুটদের জয় ২৩৯ রানে (২-১)। অতঃপর ওল্ডট্র্যাফোর্ডের এই সাফল্য (৩-১)। হাশিম আমলা ও ফ্যাফ ডুপ্লেসিসের দারুণ ব্যাটিংয়ে একসময় কিছুটা আশা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে তারা গড়েছিলেন ১২৩ রানের লড়াকু জুটি। কিন্তু ৮৩ রান করে মঈনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আমলা। এরপর আর বড় কোন জুটি গড়ে তুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। অধিনায়ক ডুপ্লেসিস আউট হয়েছেন ৬১ রান করে। ২০২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮৯ রানের পাশাপাশি বল হাতে মঈন নিয়েছেন ৭ উইকেট। ম্যাচসেরা তো বটেই, সিরিজসেরার পুরস্কারও উঠেছে এই ইংলিশ অলরাউন্ডারের হাতে। ব্যাটে-বলে দুর্দান্ত মঈন। টেস্টের ১৪০ বছরের ইতিহাসে একটা অনন্য কীর্তি যোগ হয়েছে তার নামের পাশে। প্রথম ক্রিকেটার হিসেবে চার ম্যাচের কোন টেস্ট সিরিজে কমপক্ষে ২৫০ রান ও ২৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। সিরিজে মঈন ব্যাট হাতে করেছেন ২৫২ রান, হাত ঘুরিয়ে নিয়েছেন ২৫ উইকেট। মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে কোন টেস্ট সিরিজে কমপক্ষে ২৫০ রান ও ২৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। আটজনের মধ্যে ইয়ান বোথাম এমন কীর্তি গড়েছেন দু’বার। তবে চার ম্যাচের সিরিজে মঈন ছাড়া এমন কীর্তি নেই আর কারও। অন্যরা করেছেন পাঁচ অথবা ছয় ম্যাচে। বোথামের দুটিই ছয় ম্যাচে। সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, গত বছর ইংল্যান্ডের বিপক্ষে (পাঁচ ম্যাচে)। চার ম্যাচের সিরিজে ২৫০ রান ও ২০ বা এর বেশি উইকেটের কীর্তি আছে আর মাত্র একজনের- স্যার রিচার্ড হ্যাডলি। কিউই কিংবদন্তি ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সে সিরিজে ব্যাট হাতে ৩০২ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে নিয়েছিলেন ২১ উইকেট। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর এই নিয়ে পাঁচবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন মঈন। এই সময়ের মধ্যে তারচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন কেবল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ (ছয়বার)। মঈনের সমান পাঁচবার ইংলিশ অধিনায়ক জো রুট। ১৯৯৮ সালের পর এই প্রথম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংলিশরা। ১৯৬০ সালের পর প্রথম ব্যবধান ৩-১।
×