ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস পারিবারিক কারণে কোটের বাইরে, ডোপ কেলেঙ্কারিতে টালমাটাল রুশ তারকা মারিয়া শারাপোভা, ছন্দ হারিয়ে গেছে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ও কানাডার ইউজেনি বাউচার্ডের, সংসার গুছিয়ে বিদায় নিয়েছেন সার্বিয়ান সুন্দরী আনা ইভানোভিচ, ইনজুরির

গ্ল্যামার হারাচ্ছে মহিলা টেনিস!

প্রকাশিত: ০৪:৫২, ৯ আগস্ট ২০১৭

গ্ল্যামার হারাচ্ছে মহিলা টেনিস!

মাহিয়ান দ্বীপ ।॥ গত একযুগেরও বেশি সময় ধরে টেনিস কোর্টের আলোচিত নাম সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মার্টিনা হিঙ্গিস, মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা কিংবা ক্যারোলিন ওজনিয়াকি-এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার মতো তারকারা। তবে পারফর্মেন্সের বিচারে এই মুহূর্তে তাদের সকলেই নিষ্প্রভ! তাদের অনুপস্থিতিতে টেনিস কোর্টে কেউ জ্বলে উঠতেও পারছেন না। এ্যাঞ্জেলিক কারবার কিংবা সিমোনা হ্যালেপরা আপ্রাণ চেষ্টা করেও যেন নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারছেন না। যে কারণেই এই মুহূর্তে যেন তারকাহীনতায় ভুগছে বিশ্ব টেনিস। গত বছর রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে আলোচনায় উঠে এসেছিলেন মনিকা পুইগ। পুয়ের্তো রিকোকে প্রথম স্বর্ণপদক জিতিয়ে গোটা বিশ্বকেই রীতিমতো চমকে দেন তিনি। চলতি বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন জেলেনা ওস্টাপেঙ্কো। কিন্তু এরপর আর কোন ইভেন্টে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি লাটভিয়ার এই টেনিস তারকা। তাহলে কী সেরেনা-শারাপোভাদের মতো টেনিস তারকার দেখা পাবে না টেনিস দুনিয়া? টেনিসপ্রেমীদের মনের মধ্যে এখন কাজ করছে সেই শঙ্কা। টেনিসবিশ্বে গত দুইদশক ধরেই আলোচনার শীর্ষে সেরেনা উইলিয়ামস। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই মুহূর্তে টেনিস কোর্টের বাইরে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা সেরেনা। সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন বলে জানা যাচ্ছে। তবে ৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত মাসে কোর্টে নেমে পড়েন তিনি। তার অনুশীলনের একটি ছোট্ট ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি। আর তাতেই প্রমাণিত হয় টেনিসের প্রতি তার যে প্রেম তা সত্যিই অন্যরকম। সন্তান জন্ম দেয়ার পর ফের কোর্টে নামবেন বলে জানিয়েছেন ২৩ গ্র্যান্ডসøাম শিরোপাজয়ী সেরেনা। কিন্তু তারজন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ মাস। কিন্তু তার আগেই নিজেকে খেলার মধ্যে রাখার জন্য অন্তঃসত্ত্বা অবস্থায় হাল্কা অনুশীলন করছেন তিনি। মেয়েদের টেনিসে মাত্র পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ ১৫ মাস কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে ফিরেন মারিয়া শারাপোভা। ভক্তদের মনেও নতুন করে আশা জাগান রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। কিন্তু দুর্ভাগ্য তার। জটিলতার কারণে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলার সুযোগ পাননি তিনি। তার ওপর ছিল আবার ইনজুরিরও দখল। যে কারণে নাম প্রত্যাহার করে নেন গত মাসেই শেষ হওয়া উইম্বলডন থেকে। যদিওবা চোট কাটিয়ে ডব্লিউটিএ ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিকে খেলতে শুরু করেন শারাপোভা। কিন্তু বিধি বাম। এক ম্যাচ খেলে কোর্টে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয় ম্যাচেই আর নামা হলো না তার। বাম বাহুর ইনজুরির কারণে স্ট্যানফোর্ড টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়ান পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক। শারাপোভার মতো কোর্টে ফিরেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। গত বছর ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিলেন তিনি। এরপর থেকেই যেন কোর্ট থেকে উধাও হয়ে যান বেলারশ সুন্দরী। শুরুতে ব্যাপারটা গোপন থাকলেও জানাজানি হতে খুব বেশি সময় লাগেনি। মূলত অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই টেনিস থেকে ছুটি নিয়েছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নম্বর ওয়ান তারকা। গত ডিসেম্বরেই পুত্র সন্তানের মা হয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারশ সুন্দরী তার ছেলের নাম রেখেছেন লিও। মা হওয়ার সাত মাস পর টেনিস কোর্টে ফিরেন তিনি। টেনিস কোর্টের আলোচিতদের একজন ক্যারোলিন ওজনিয়াকিও। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে পারেননি তিনি। তবে আশা ছাড়ছেন না সাবেক এই নাম্বার ওয়ান। তারসঙ্গে নিজেকে মেলে ধরার স্বপ্নে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এবং কানাডার তরুণী প্রতিভাবান তারকা ইউজেনি বাউচার্ড। তবে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, রোমানিয়ার সিমোনা হ্যালেপের মতো খেলোয়াড়রা তারকা হয়ে উঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া শেষ দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একাটেরিনা মাকারোভা এবং মেডিসন কেইস। যারা নিজেদের মেলে ধরতে মরিয়া। ডব্লিউটিএ সিটি ওপেনের চ্যাম্পিয়ন হলেন একাটেরিনা মাকারোভা। দীর্ঘ তিন বছর পর রবিবার শিরোপার স্বাদ পেলেন তিনি। সিটি ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা হারান জার্মানির জুলিয়া জর্জেসকে। টুর্নামেন্টের সপ্তম বাছাই একাটেরিনা মাকারোভা এদিন ৩-৬, ৭-৬ (৭/২) এবং ৬-০ গেমে পরাজিত করেন চতুর্থ বাছাই জুলিয়া জর্জেসকে। সেইসঙ্গে ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তোলেন একাটেরিনা মাকারোভা। ২০১০ সালে ইস্টবোর্নে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন একাটেরিনা মাকারোভা। এরপর তিন বছর কেটে গেলেও নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি রাশিয়ান তারকা। তবে ওয়াশিংটন ওপেন জয়ের পর দারুণ রোমাঞ্চিত মাকারোভা। এদিকে রবিবার স্ট্যানফোর্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন মেডিসন কেইসও। শিরোপা জয়ের লড়াইয়ে আমেরিকান টেনিস তারকা এদিন ৭-৬ (৭/৪) এবং ৬-৪ সেটে পরাজিত করেন তারই স্বদেশী কোকো ভেন্ডেওয়েঘেকে। সেইসঙ্গে ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তোলেন মেডিসন কেইস।
×