ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংলাপের নামে জাতির সঙ্গে তামাশা করছে ইসি ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৪৯, ৮ আগস্ট ২০১৭

সংলাপের নামে জাতির সঙ্গে তামাশা করছে ইসি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন সংলাপের নামে জাতির সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রচলিত আইন এবং শাসনতন্ত্রের বিধান অনুযায়ী দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। অথচ প্রধান নির্বাচন কমিশনার সুশীল সমাজের দেয়া পরামর্শ গ্রহণ না করে শাসনতন্ত্র এবং প্রচলিত আইন অনুযায়ী সুশীল সমাজের সুপারিশ গ্রহণ করার কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার সংলাপের নামে যা করছেন সেটা দেশের মানুষ তামাশা বলে ধরে নেবে উল্লেখ করেন। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের প্রয়াত নেতা মুন্সি জামাল উদ্দিন আহমেদের স্মরণসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সিইসি কে এম নুরুল হুদার সমালোচনা করে রিজভী বলেন, আগেই বলেছিলাম এই প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক। মিথ্যা বলিনি। তার অনেক কর্মকা- তুলে ধরেছিলাম গণমাধ্যমের মাধ্যমে। রিজভী বলেন, বিএনপি সদস্য সংগ্রহের দুই মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় এই কর্মসূচীতে জাতীয় নেতারা যাচ্ছেন। তাতে পুলিশ আক্রমণ করছে। ভাংচুর করছে আর অসংখ্য তুফানকে লেলিয়ে দিয়ে মারামারি করছে, সভা প- করে দিচ্ছে। তারপরও পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
×