ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৮:৪৮, ৮ আগস্ট ২০১৭

মিরপুরে ছাঁটাই বন্ধ ও  বকেয়া বেতন ভাতার  দাবিতে পোশাক শ্রমিকদের  সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে কর্মী ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ ও গার্মেন্টস কর্তৃপক্ষের আশ্বাসের মুখে বিকেল চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার সকালে মিরপুর ১ নম্বরে কর্মী ছাঁটাই বন্ধ ও বকেয়া দাবিতে বিক্ষোভ শুরু করে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা। পরে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় কোরিয়ান, ট্যানুয়েল, কোর্ডিয়ান ও পদ্মাসহ আশপাশের কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার সময় সনি সিনেমা হলের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
×