ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে র‌্যাবের অভিযানে হোটেল থেকে অপহৃতকে উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:৪৬, ৮ আগস্ট ২০১৭

রাজধানীতে র‌্যাবের অভিযানে হোটেল থেকে অপহৃতকে উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে কাপ্তান বাজারের হোটেল থেকে এক অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার এবং আগারগাঁও পাসপোর্ট অফিসের ১৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। র‌্যাব-৩ জানায়, গত ৩ আগস্ট হাবিবুর রহমান ওরফে রঞ্জু (২২) নামের একজন অফিসে যাওয়ার পথে অপহৃত হন। পরে অপহরণকারীরা রঞ্জুর বোনের কাছে ৪ লাখ টাকা মু্িক্তপন দাবি করে। গত ৬ আগস্ট রাতে অপহরণকারীদের একজন আমিনুলকে গ্রেফতার করে র‌্যাব। মিজান ও সোহাগ নামে দুইজন পালিয়ে যায়। পরে রঞ্জুকে কাপ্তানবাজারের হোটেল বালাগঞ্জ থেকে উদ্ধার করা হয়। রঞ্জুকে উদ্ধারের সময় গ্রেফতার হয় সৈয়দ সিফাত উল্লাহ নামের আরেক জন। মতিঝিলে পাঁচ ভুয়া ডিবি গ্রেফতার রাজধানীর মলে পাঁচ ভুয়া গোয়েন্দা (ডিবি) পুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ ফিরোজ (৪১), সৈয়দ মনিরুজ্জামান (৩৮), মোঃ বাদল (৩৩), মোঃ মোমেন আলী (৪০) ও মোঃ শহিদ হাসান (২৬)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ডিবি পুলিশের জ্যাকেট (কটি), একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ, একটি দেশীয় তৈরি শূটারগান, ছয় রাউন্ড শটগানের কার্তুজ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
×