ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দঃ আফ্রিকার হার ১৭৭ রানে ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে সিরিজ জয়

প্রকাশিত: ০৮:৩৬, ৮ আগস্ট ২০১৭

দঃ আফ্রিকার হার ১৭৭ রানে ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ডে চতুর্থ ও শেষ টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সোমবার টেস্টের চতুর্থ দিনে ৩৮০ রানের বিশাল জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় প্রোটিয়াসরা। এর ফলে চার ম্যাচের টেস্টে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা। সিরিজের প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর দক্ষিণ আফ্রিকার একমাত্র জয় দ্বিতীয় টেস্টে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৬২ রানের জবাবে ২২৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৩৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে ইংল্যান্ডের লিড হয় ৩৭৯ রানের। আর দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৩৮০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড়ায়। সোমবার ৮ উইকেটে ২২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। নিজের সাত বলের ব্যবধানে স্টুয়ার্ট ব্রড এবং জেমস এ্যান্ডারসনকে আউট করে ইংলিশদের ইনিংস বেশিদূর এগোতে দেননি মরনে মরকেল। দুর্দান্ত ব্যাটিং করা মঈন আলি শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে মঈন ৬৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। জো রুট করেন ৪৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট নেন মরনে মরকেল। এছাড়া ডোয়াইন অলিভিয়ে তিনটি, ক্যাগিসো রাবাদা দুটি এবং কেশব মাহরেজ নেন একটি উইকেট। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে বোলারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে হাশিম আমলা ও ফাপ ডু প্লেসিস দারুণ জুটি গড়ে স্বপ্ন দেখাচ্চিলেন অতিথিদের। কিন্তু দলীয় ১৬৩ রানে আমলা আউট হওয়ার পর থেকেই ধস নামে প্রোটিয়াসদের ইনিংসে। এরপর ৬২.৫ ওভারে ২০২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন আমলা। এছাড়া ৬১ রান করেন অধিনায়ক প্লেসিস। ইংল্যান্ডের মইন আলী ৬৯ রানে পাঁচ ও জেমস এ্যান্ডারসন ১৬ রানে তিন উইকেট লাভ করেন।
×