ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালতের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:২৯, ৮ আগস্ট ২০১৭

আদালতের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আদালতের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ২০০৫ সালে ৫ম সংশোধনী বাতিল করে আদালত রায় দেয়। তাতে বিএনপির প্রতিষ্ঠাসহ জেনারেল জিয়াউর রহমানের সকল কাজকে অবৈধ ঘোষণা করে। ২০১০ সালে আপীল বিভাগ সেই রায়কে বহাল রাখে। সে রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। এখন সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে করা মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে উল্লাস করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এতে বিএনপি ফেঁসে যেতে পারে। আপীল বিভাগের সেই রায় নিয়ে যে কোন সাধারণ নাগরিক যে কোন সময় নির্বাচন কমিশনে বিএনপির নিবন্ধন বাতিল করার জন্য আবেদন করতে পারে। আগে নিজেদের কথা ভাবুন।
×