ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ডিবি ‍সঙ্গে গুলিবিনিময় ॥ গুলিবিদ্ধ এক সন্ত্রাসী ‍আটক

প্রকাশিত: ০৮:২৭, ৮ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জে ডিবি ‍সঙ্গে গুলিবিনিময় ॥ গুলিবিদ্ধ এক সন্ত্রাসী ‍আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা রেললাইন এলাকায় সন্ত্রাসীর সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইয়াসিন আরাফাত (৩৫) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে প্রথমে নগরীর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান। ডিবির ওসি জানান, সোমবার রাতে এসআই মিজানুর রহমানে নেতৃত্বে একটি টহল দল নগরীর গলাচিপা রেললাইন এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে বের হয়। ওই সময়ে রেললাইন এলাকাতে পৌঁছলে ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ৪-৫ সন্ত্রাসী ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে সন্ত্রাসী আরফাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার দেহ তল্লশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ সেভেন পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তিন রাউন্ড গুলি ব্যবহার করে।
×