ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদিকে রাখি পরান পাকিস্তানী নারী

প্রকাশিত: ০৫:৫৩, ৮ আগস্ট ২০১৭

মোদিকে রাখি পরান পাকিস্তানী নারী

স্বামীর হাত ধরে কাঁটাতার পেরিয়ে সেই কবে ভারতে এসেছিলেন তিনি। দুই দেশে তার দুই বাড়ি। শৈশব কেটেছে পাকিস্তানে, ভারতে শ্বশুরবাড়ি। চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী দুই দেশ। সীমান্তজুড়ে সবসময়ই যুদ্ধের আশঙ্কা। তারপরেও মনে কিছুটা অংশ তার বাপের বাড়িতে পড়ে থাকবেই। শত হলেও জন্ম ও বেড়ে ওঠা ওই দেশেই। তাছাড়া আত্মীয়স্বজন ছাড়া একা বিদেশ-বিভুঁয়ে তার মন টিকতো না। কিন্তু তিনি কাজ করতেন রাষ্ট্রীয় সেবক সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় সেখান থেকেই। অপরকে আপন করে নেয়ার মোদির ব্যক্তিত্ব তাকে টানতে শুরু করে। এরপর ভাইয়ের মতো তার হাতে রাখি বাঁধতে শুরু করেন কামার মহসিন শেখ নামে পাকিস্তানী এক নারী। প্রায় কুড়িটি বছর ধরে মোদির হাতে রাখিয়ে বেঁধে আসছেন এ মুসলিম মহিলা। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, মোদি সে সময়ে আরএসএসের কমৃী ছিলেন। তার স্বতঃস্ফূর্ত স্বভাব আমার খুব ভাল লাগতো। সঙ্ঘের এক অনুষ্ঠানে তাকে একদিন রাখি বেঁধে দেই আমি। সেই যে শুরু, তারপর থেকে প্রতিবছর আমার এ নিয়ম চলছেই। তবে এ বছরটি ছিল একটু ভিন্ন রকমের। প্রধানমন্ত্রী মোদি চরম ব্যস্ত সময় পার করছেন। তাই মহসিনের মনেও ছিল সন্দেহ। এবার বুঝি নিয়মের ব্যত্যয় ঘটছে, প্রধানমন্ত্রীকে রাখি বাঁধতে পারবেন না তিনি। কিন্তু দুদিন না যেতেই সে সন্দেহ কেটে গেছে। কারণ খোদ নরেন্দ্র মোদি তাকে রাখি বন্ধনের ডাক দিয়েছেন। তাই মহসিনের রাখি বন্ধনের প্রস্তুতি চলছে পুরোদমে। আনন্দবাজার পত্রিকা অনলাইন।
×