ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ২ ছাত্রলীগ কর্মী জখম

যশোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

প্রকাশিত: ০৫:৩৪, ৮ আগস্ট ২০১৭

যশোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি গ্রুপের ক্যাডারদের হাতে ওমর আলী (৫২) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। নিহত ওমর আলী উপজেলার পাঁচপোতা গ্রামের কুরবান আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গেছে, উপজেলার হাজিরবাগ ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় এমপি মনিরুল ইসলামের গ্রুপের সঙ্গে একই দলের প্রতিপক্ষ গ্রুপের বিবাদ দীর্ঘদিন চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় পাঁচপোতা বাজারে এমপি গ্রুপের স্থানীয় বাহিনী প্রধান লিটন মেম্বরের নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী আওয়ামী লীগ কর্মী ওমর আলীকে ধরে প্রথমে পিটিয়ে অজ্ঞান করে। এরপর ওমর আলীকে উদ্ধারে এগিয়ে আসা আওয়ামী লীগ কর্মী রফিকুল, মোহর আলী, সবুজ ও হজরতের উপর ৭/৮টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওমর আলীকে রামদার পেছন দিয়ে আঘাত করে হত্যা করে। বোমার আঘাতে জখমপ্রাপ্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ আওয়ামী লীগ কর্মী। নিহত ওমরের পুত্র মিন্টু জানায়, স্থানীয় এমপির আত্মীয় পরিচয়ে চলা সন্ত্রাসী লিটন মেম্বর, তার ভাই রিপন, সামটা গ্রামের জিয়া বাহিনীর জিয়া, দেউলী গ্রামের মিন্টু মেম্বর, কাজী বাবু, আশরাফ, শাহীনসহ ২০/৩০ জন আমার বাবাকে ধরে নিয়ে মেরে ফেলেছে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের পুত্র অভিযোগ করেন, বাঁকড়া ফাঁড়ি ইনচার্জ শিকদার মতিয়ারের উপস্থিতিতেই সন্ত্রাসীরা এ হত্যাকা- ঘটায়। সিলেট ॥ নগরীর সোবহানীঘাটে ছাত্রশিবিরের হামলায় ২ ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনÑ মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও জালালাবাদ কলেজের ছাত্র, ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফ (১৮)। আসিফ নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে। জানা গেছে, দুপুর ১টার দিকে ৫-৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুইকর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। অপর ছাত্রলীগ কর্মী আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
×