ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনমন্ত্রীর এপিএসকে চাকরির জন্য টাকার প্রস্তাব দিয়ে এসএমএস, নারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৩, ৮ আগস্ট ২০১৭

আইনমন্ত্রীর এপিএসকে চাকরির জন্য টাকার প্রস্তাব দিয়ে এসএমএস, নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইনমন্ত্রীর এপিএসকে চাকরির জন্য টাকা দেয়ার প্রস্তাব দিয়ে তার মোবাইল ফোনে এসএমএস পাঠানোয় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের মোবাইলে রবিবার চার লাইনে ১৭ শব্দের লেখা এক চাকরি প্রার্থী এসএমএস পাঠান। পরে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এসএমএসে লেখা ছিল ‘জীবন ভাই চাকরির জন্য টাকা দেব তবে আমি আপনি আর সালমা আপা জানবে। ভুল হলে ক্ষমা করবেন।’ বিষয়টি আইনমন্ত্রীকে জানিয়ে কসবা থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এপিএস। ওসি মোহাম্মদ মহিউদ্দিন রবিবার রাতে কসবার কায়েমপুর ইউপির মইনপুর গ্রাম থেকে মৃত হাবিবুর রহমানের কন্যা নাহিদা সুলতানা নিপার (২৯) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, চাকরির জন্য টাকার প্রস্তাব দেয়ার অপরাধে তার বিরুদ্ধে ১৬৫ (ক) দঃবিঃ দুর্নীতি দমন আইনের ৩/৩(২) ধারায় কসবা থানায় সোমবার মামলা হয়। মামলার বাদী আইনমন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন। মামলাটি তদন্ত করছেন এসআই শ্যামল মুজুমদার। গ্রেফতার নিপা জানান, আমি বিএ পাস করেছি। আমার পরিবারে ৯ ভাই, ৬ বোন নিয়ে দুঃখ-কষ্টে জীবনযাপন করছি। আমার চাকরির বয়স শেষ পর্যায়ে। বর্তমানে ২৯ বছর ১১ মাস ৬ দিন অতিক্রম করছে। আমি চাকরি পাওয়ার আশায়, অভাবের যন্ত্রণায় দিশেহারা হয়ে আবেগে আইনমন্ত্রীর এপিএসের মোবাইলে এসএমএস পাঠাই। এসএমএসের শেষ অংশে ভুল হলে ‘ক্ষমা করবেন বলেছি’। কিন্তু এই মেসেজের কারণে আমাকে পুলিশে গ্রেফতার করবে, মামলা হবে, জেলে যাব ভাবতেই পারেনি। তবে ভালই হয়েছে, চাকরির চিন্তা আর করতে হবে না, সংসারের চিন্তা করতে হবে না, বয়স চলে যাওয়ার কথাও ভাবতে হবে না, জেলে ভালই থাকব বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
×