ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মশক নিধনে এবার গাপ্পী মাছ

প্রকাশিত: ০৫:৩২, ৮ আগস্ট ২০১৭

মশক নিধনে এবার গাপ্পী মাছ

স্টাফ রিপোর্টার ॥ ড্রেন ও নর্দমাতে মশকের প্রজননরোধে গাপ্পী মাছ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় অবস্থিত প্রায় ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমায় এসব মাছ ছাড়া হবে। সোমবার সকালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক এক সেমিনারে প্রধান বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় মেয়র বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রতীকী হিসেবে বেশকিছু গাপ্পী মাছ অবমুক্ত করেন। সেমিনারে কীটতত্ত্ববিদ তৌহিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. কাবিরুল বাশার, অধ্যাপক গুলশান আরা লতিফা, অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, ড. কে মওদুদ ইলাহী প্রমুখ বক্তৃতা করেন। মেয়র বলেন, ২০০০ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় এবং প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ এ গাপ্পী মাছ নর্দমাতে ছেড়ে বেশ উল্লেখযোগ্য সফলতা পান। তাই আমরাও স্বল্পতম সময়ের মধ্যে কর্পোরেশনের ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমাতে এ মাছ ছাড়ার জন্য প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। এ মাছ প্রতিদিন ৫০টি লার্ভা খেতে সক্ষম এবং সব রকমের আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। সাঈদ খোকন বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ফলে সফলতার সঙ্গে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা চিকুনগুনিয়া পরবর্তী শারীরিক ব্যথা নিরাময়ের লক্ষ্যে কল সেন্টার চালু করে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ফিজিওসেবা প্রদান করছি। এ পর্যন্ত ১ হাজার ৫৭৭ জনকে বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা দেয়া হয়েছে। এছাড়া চিকুনগুনিয়া রোগীদের জন্য বিনামূল্যে বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দানে ১ লাখ ৭৫ হাজার পিস প্যারাসিটামল বিতরণ করা হয়েছে। এছাড়া মশক বিস্তার রোধে ১ লাখ লিটার এডালটিসাইড, ১০ লাখ লিটার লার্ভিসাইডিং ব্যবহার করা হয়েছে এবং চিকুনগুনিয়া আক্রান্ত ২ হাজার ৫০০ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
×