ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অলরাউন্ড নপৈুণ্যে তালাওয়াহসকে জতোলনে সাকবি

প্রকাশিত: ০৫:২৬, ৮ আগস্ট ২০১৭

অলরাউন্ড নপৈুণ্যে তালাওয়াহসকে জতোলনে সাকবি

র্স্পোটস রপর্িোটার ॥ ক্যারবিয়িান প্রমিয়িার লীগ (সপিএিল) ট২ি০ আসরে স্বরূপে ফরিছেনে বশ্বিসরো অলরাউন্ডার সাকবি আল হাসান। নজিরে দ্বতিীয় ম্যাচ খলেতে নমেইে ব্যাট-েবলে জ্বলে উঠে দলকে প্রথম জয়রে স্বাদ পাইয়ে দয়িছেনে। ব্যাট হাতে অপরাজতি ৪৪ রানরে পর বল হাতে ১ উইকটে ননে সাকবি। তার দল জ্যামাইকা তালওয়াহস লডারহলিে রববিার রাতে ১২ রানে হারয়িছেে র্বাবাডোজ ট্রাইডন্টেসক।ে প্রথম ব্যাট করে ৫ উইকটেে ১৫৪ রান তুলছেলি তালাওয়াহস। জবাবে খলেতে নমেে নর্ধিারতি ২০ ওভারে ১৪২ রানইে গুটয়িে যায় ট্রাইডন্টেস। রববিার ছলি জ্যামাইকার স্বাধীনতা দবিস। আগরে ম্যাচটি হরেছেলি তালাওয়াহস। তনি ফরমটেরে ক্রকিটেে বশ্বিসরো অলরাউন্ডার বাংলাদশেরে সাকবি ১ রান করার পর নয়িছেলিনে ১ উইকটে। এবার টস জতিে দলরে অধনিায়ক কুমার সাঙ্গাকারা আগে ব্যাটংিয়রে সদ্ধিান্ত ননে। দলীয় ১৪ রানরে সময়ই সাজঘরে ফরেনে লঙ্কান কংিবদন্তি সাঙ্গাকারা (১২)। এরপর লন্ডেল সমিন্স ও ম্যাকর্কাথি দারুণ এক জুটি গড়ে শুরুর সইে বপিদ কাটয়িে ভাল একটা ভতি গড়ে দনে। ৫১ রানরে জুটটিা ভাঙ্গে সমিন্স ৩২ বলে ৩০ রান করে সাজঘরে ফরোর মধ্য দয়ি।ে আবার বর্পিযয় নমেে আস।ে পাকস্তিানী পসোর ওয়াহাব রয়িাজ এক ওভারে মডেনেসহ তনিটি উইকটে তুলে নলিে বপিদে পড়ে তালাওয়াহস। সইে সময়ে ম্যাকর্কাথরি সঙ্গে হাল ধরনে সাকবি। ৫৩ বলে এ দু’জন পঞ্চম উইকটেে গড়ে তোলনে ৮৪ রানরে জুট।ি আর এতইে ভাল একটি সংগ্রহ পয়েে যায় তালাওয়াহস। ম্যাকর্কাথি ৪৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬০ রানে সাজঘরে ফরিলওে শষে র্পযন্ত অপরাজতি থকেইে মাঠ ছাড়নে সাকবি। তনিি ৩২ বলে অপরাজতি ৪৪ রানরে ঝকঝকে ইনংিস খলেনে। এই ইনংিসটরি মধ্যে ছলি ৫টি চার ও ১ ছক্কা। এর মধ্যে দলকে বপিদে ফলেে দয়ো ওয়াহাবরে করা ১৯তম ওভারে টানা তনি বলে ১ ছক্কা ও ২ চার হাঁকান সাকবি। নর্ধিারতি ২০ ওভারে ৫ উইকটেে ১৫৪ রানরে চ্যালঞ্জেংি সংগ্রহ পায় তালাওয়াহস। ট২ি০ ক্রকিটেে এই সংগ্রহটি তমেন নরিাপদ নয়। তালাওয়াহসরে হয়ে র্দুদান্ত মতিব্যয়তিা দখোন দুই পাকস্তিানী ইমাদ ওয়াসমি ও মোহাম্মদ সাম।ি সামি ৪ ওভারে মাত্র ১২ রান দয়িে ননে ৪ উইকটে। আর ইমাদ ৪ ওভারে ২০ রান দয়িে ননে ১ উইকটে। ট্রাইডন্টেসরে হয়ে শুধু কাইরন পোর্লাড ধ্বংসাত্মক ব্যাটংি উপহার দতিে পরেছেনে। তনিি ৩৩ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬২ রান করনে। সাকবিও দারুণ বোলংি করছেনে। ৪ ওভারে ২৮ রান দয়িছেনে। বনিমিয়ে তনিি তুলে নয়িছেনে ওয়নে পারনলেরে উইকটে। নর্ধিারতি ২০ ওভারে ট্রাইডন্টেসরে ইনংিস শষে হয় ১৪২ রান।ে আজ বাংলাদশে সময় সকাল ছয়টায় ত্রনিবাগো নাইট রাইর্ডাস খলেবে সন্টে লুসয়িা স্টারসরে বপিক্ষ।ে এই ম্যাচে খলেতে পারনে আরকে বাংলাদশেী অলরাউন্ডার মহেদেি হাসান মরিাজ।
×