ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদশে প্রমিয়িার লীগ ফুটবল ॥ ঢাকা আবাহনী ১-০ মোহামডোন

র্মযাদার লড়াইয়ে আবাহনী হারাল মোহামডোনকে

প্রকাশিত: ০৫:২২, ৮ আগস্ট ২০১৭

র্মযাদার লড়াইয়ে আবাহনী হারাল মোহামডোনকে

র্স্পোটস রপর্িোটার ॥ একইে বলে চমক-জাগানয়িা ফুটবল। অনকেদনি পর আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টডেয়িামে আবাহনী-মোহামডোন মহারণ এবং তাতে উপস্থতি উল্লখেযোগ্য সংখক র্দশক। আর জমজমাট-উপভোগ্য ম্যাচে শষে মুর্হূতরে ঝলকে জয়ী আবাহনী লমিটিডে। তারা রুবলে ময়িার গোলে হারায় চরিপ্রতদ্বিন্দ্বী মোহামডোন র্স্পোটংি ক্লাব লমিটিডেক।ে ৩ খলোয় এটা আবাহনীর দ্বতিীয় জয়। পয়ন্টে ৬। পয়ন্টে টবেলিে অবস্থান তৃতীয়। তাদরে সমান পয়ন্টে শখে জামাল ধানম-রিও। কন্তিু গোল তফাতে এগয়িে থাকায় তারা আছে আবাহনীর এক ধাপ ওপর।ে পক্ষান্তরে সমান ম্যাচে এটা মোহামডোনরে টানা তৃতীয় হার। পয়ন্টে শূন্য। অবস্থান আগরে মতোই, পয়ন্টে টবেলিরে তলানতিে (১২ দলরে মধ্য)ে। এই হারে গত লীগে জোড়া হাররে বদলা নতিে পারলো না মোহামডোন। গত লীগে তারা চরিপ্রতদ্বিন্দ্বীদরে কাছে হরেছেলি যথাক্রমে ০-৩ এবং ১-২ গোল।ে প্রমিয়িার লীগে এটা ছলি এই দুই দলরে ২০তম দ্বরৈথ। এতে আবাহনী জতেে ৮ ম্যাচ। মোহামডোনরে জয় ৪ট।ি ড্র হয়ছেে বাকি ৮ ম্যাচ। ২০ ম্যাচে মোহামডোনকে ১৯ গোল দয়িছেে আবাহনী, হজম করছেে ১৩ট।ি কউে বলে ‘ঢাকা র্ডাব’ি। কউে বলে ‘বাংলা ক্লাসকিো।’ যটোই হোক না কনে, সোমবার প্রথর্মাধে উভয়দলই গতশিীল ও আক্রমণাত্মক ফুটবল খলে।ে আবাহনী ৪-৩-৩ এবং মোহামডোন ৪-৪-২ র্ফমশেনে খলো শুরু কর।ে ডাগআউটে আবাহনীর ক্রোয়শেয়িান কোচ দ্রাগো মামচিকে দখো গলেওে মোহামডোনরে ভারতীয় কোচ সয়ৈদ নাইমউদ্দনিকে দখো যায়ন।ি এ নয়িে টানা দুই ম্যাচে এমনটা হলো। এ প্রসঙ্গে মোহামডোন ক্লাব জানয়িছে,ে ব্যক্তগিত কারণে ছুটি নয়িে নজি দশেে গছেনে নাইমউদ্দনি। নজিদেরে প্রথম ম্যাচে নবাগত সাইফ র্স্পোটংিকে অতকিষ্টে ৩-২ গোলে হারালওে দ্বতিীয় ম্যাচে ফরাশগঞ্জরে কাছে ০-১ গোলে হরেে হােঁচট খায় ‘দ্য স্কাই ব্লু ব্রগিডে’রা। পক্ষান্তরে নজিদেরে প্রথম ম্যাচে শখে জামাল ধানম-রি কাছে ০-২ এবং দ্বতিীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ০-১ গোলে হরেছেলি ‘সাদা-কালো’ খ্যাত মোহামডোন। ৫৩ মনিটিে ডানপ্রান্ত দয়িে আক্রমণ শাণায় আবাহনী। সাদ উদ্দনিরে উঁচু ক্রস ফলেনে প্রতপিক্ষরে বক্স।ে বল পয়েে রুবলে ময়িা চলন্ত বলে তীব্র শট ননে। পোস্ট ঘঁেষে বল চলে যায় বাইর।ে হতাশায় পোড়ে আবাহনী। ৬১ মনিটিে আবাহনীর সামাদ ইউসুফ ৩০ গজ দূর থকেে যে শটটি দনে, তা র্কনাররে বনিমিয়ে রক্ষা করনে মোহামডোন গোলরক্ষক মামুন খান। ৭০ মনিটিে আবাহনীর রুবলে ময়িা লম্বা উঁচু ক্রস ফলেনে বক্স।ে দুই ডফিন্ডোররে মাঝ দয়িে লাফ দয়িে এমকো র্ডালংিটন যে হডে করনে তা মোহামডোনরে পোস্টে লগেে ফরিে আস।ে অসহায়ভাবে তা দখেনে মামুন খান। গোলবঞ্চতি হয়ে তারচয়েওে বশেি অসহায় দখোয় আবাহনী শবিরিক।ে ৮৯ মনিটি। খলোর ধারার বপিরীতে গোল করার উপক্রম করে মোহামডোন। ডানপ্রান্ত দয়িে বক্সে ঢুকে মডিফল্ডিার অনকি হোসনে যে চমৎকার ক্রসটি করনে তা এনকোচা কংিসলে পা ছােঁয়ালইে গোল হয়ে যতে। কন্তিু কংিসলে সইে বলে পা লাগাতইে পারনেনি চমৎকার পজশিনে থকেওে। ইনজুরি টাইমে (৯০+১) কাউন্টার এ্যাটাক থকেে গোল করে গোটা চত্রিনাট্য বদলে দয়ে আবাহনী। ফরোর্য়াড নাববি নওেয়াজ জীবনরে উঁচু লব ধরে বক্সে ঢুকে ফরোর্য়াড রুবলে ময়িা যে জোরালো গড়ানো শটটি ননে, তা আর ফরোতে পারনেনি গোলরক্ষক মামুন খান (১-০)। উল্লাসে ফটেে পড়ে আবাহনী। আর শোকে বমিূঢ় হয়ে পড়ে মোহামডোন। এই গোলইে খলো শষে হলে র্পূণ পয়ন্টে নয়িে মাঠ ছাড়ে গত লীগরে চ্যাম্পয়িনরা।
×