ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উয়েফা সুপার কাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে রোনাল্ডো, সাবেক ক্লাবের;###;বিরুদ্ধে জয় চান রেড ডেভিলস কোচ মরিনহো

মেসিডোনিয়ায় মুখোমুখি রিয়াল-ম্যানইউ

প্রকাশিত: ০৫:২১, ৮ আগস্ট ২০১৭

মেসিডোনিয়ায় মুখোমুখি রিয়াল-ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ তারকা কোচ জোশে মরিনহো ও সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দু’জনের জন্যই ম্যাচটি হবে স্মৃতিকাতর। আজ রাতে উয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মেসিডোনিয়ার স্কপিয়েতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ীদের মধ্যকার ম্যাচটি। ম্যানইউর ডাগআউটে দাঁড়াবেন তারকা কোচ মরিনহো। আর রিয়ালের হয়ে মাঠের লড়াইয়ে থাকবেন রোনাল্ডো। একটা সময় ম্যানইউর হয়ে মাঠ মাতিয়েছেন সি আর সেভেন। সেখানে খেলেই মূলত তার উত্থান। বর্তমানেও শোনা যায় আবার ফিরতে পারেন ওল্ডট্র্যাফোর্ডে। সেই দলের বিরুদ্ধেই মাঠে নামতে যাচ্ছেন পর্তুগীজ তারকা। অন্যদিকে মরিনহো রিয়ালের কোচ ছিলেন। সেখানে রোনাল্ডো ছিলেন তার শিষ্য। আজ রাতে রিয়াল ও রোনাল্ডোর বিরুদ্ধে জয়ের মন্ত্র খুঁজবেন স্পেশাল ওয়ান। পর্তুগীজ লৌহমানব জানিয়ে দিয়েছেন, জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি। লম্বা ছুটি কাটিয়ে রিয়ালের অনুশীলনে ফিরেছেন রোনাল্ডো। গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ে বড় অবদান রাখেন তিনি। তবে গত জুনে এই ফরোয়ার্ডের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনলে গুঞ্জন ওঠে সান্টিয়াগো বার্নাব্যু ছাড়তে চান চারবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে স্পেনের আদালতে হাজিরাও দিয়েছেন। তবে সবকিছু ভুলে রোনাল্ডো এখন মাঠের লড়াই নিয়ে ভাবছেন। ট্রফি জয় করেই মৌসুম শুরু করতে চান সুদর্শন এই সুপারস্টার। অবশ্য গ্রীষ্মকালীন অবসরটা খুব একটা সুখকর হয়নি সি আর সেভেনের। স্প্যানিশ আদালতের দায়ের করা কর ফাঁকির অভিযোগে রোনাল্ডোকে বেশ মানসিক চাপে থাকতে হয়েছে। এ জন্য গত সপ্তাহে তাকে মাদ্রিদের কোর্টে হাজিরাও দিতে হয়েছে। যদিও প্রথম থেকেই পর্তুগীজ এই তারকা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন। কনফেডারেশন্স কাপে পর্তুগালের হয়ে অংশ নেয়ায় প্রাক-মৌসুম সফরেও মাদ্রিদের সঙ্গে ছিলেন না। ছুটি কাটিয়ে শনিবার তিনি রিয়ালের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন। দুই মাস আগে কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে টানা দুই বছর শিরোপা জয় করে রিয়াল। ম্যাচটিতে দুই গোল করেছিলেন রোনাল্ডো। দলের এই তারকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, রোনাল্ডোর বিশ্রাম প্রয়োজন। সে এতদিন ছুটিতে ছিল, এটা তারজন্য গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই রিয়ালের মৌসুম শুরু হয়েছে নরওয়ের শহর ট্রোনডেইমে সুপার কাপে সেভিয়ার বিরুদ্ধে ৩-২ গোলের জয় দিয়ে। আজকের ম্যাচের পর সপ্তাহের শেষে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। এ প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, রিয়াল মাদ্রিদ এমন একটি দল, এমন একটি ক্লাব, এমন একটি প্রতিষ্ঠান যার মধ্যে জয়ের ক্ষুধা আছে। শিরোপা জয়ের মাধ্যমে যদি মৌসুম শেষ করা যায় তাহলে নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রাখার একটা আগ্রহ থাকে। যদিও প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে রিয়ালের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ম্যানইউর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় হাইভোল্টেজ ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে হারে রিয়াল। আজকের ম্যাচটির মধ্যদিয়ে ম্যানইউর সামনে সুযোগ আছে আসন্ন প্রিমিয়ার লীগ মৌসুমটা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করার। রবিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের লীগ শুরু করতে যাচ্ছে রেড ডেভিলসরা। বর্ণাঢ্য ক্যারিয়ারে মরিনহো এখনও সুপার কাপ জয় করতে পারেননি। চেলসিতে থাকাকালীন ২০১৩ সালে পেনাল্টিতে বেয়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েছিল ব্লুজরা। এবার তার সামনে সুযোগ এসেছে পুরনো ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার। ২০১৩ সালে চেলসিতে আসার আগে মরিনহো তিন বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে মরিনহো বলেন, এ ধরনের পরিস্থিতিতে আমাকে বেশ কয়েকবারই পড়তে হয়েছে। পোর্তো ছাড়ার দুই মাসের মধ্যে আমাকে চ্যাম্পিয়ন্স লীগে তাদের মুখোমুখি হতে হয়েছিল। চেলসি ছাড়ার কয়েক মাসের মধ্যে ইউনাইটেডের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল। এই ধরনের ম্যাচে আমি কখনই সাবেক ক্লাবের অভিজ্ঞতা থেকে নিজেকে বিচার করি না। সে কারণেই রিয়াল মাদ্রিদকে শুধু একটি বড় ক্লাব, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবেই বিবেচনা করছি।
×