ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাবনাটাই বদলে দিতে চান কোহলি

প্রকাশিত: ০৫:২০, ৮ আগস্ট ২০১৭

ভাবনাটাই বদলে দিতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে বড় অভিযোগ ‘দেশে বাঘ, বিদেশে বিড়াল’ তারা। কি ওয়াসিম আকরামের পাকিস্তান, আজহার উদ্দীনের ভারত আর অর্জুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কা? বিদেশে গেলেই কেমন চুপসে যাওয়া! এই ভাবনাটা মুছে ফেলতে চাইছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা সফরে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পর এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক। লক্ষ্য একটাই। জয় এবং জয়। ‘দেশে খেলছি না বিদেশে এই বিষয়টা মাথায় রাখতে চাই না। বরং দলের ভেতর এমন একটা মনোভাব গড়ে তুলতে চাই পৃথিবীর যে প্রান্তেই হোক, লক্ষ্য কেবলই জয়।’ কলম্বো টেস্টে ইনিংস ও ৫৩ রানের বড় জয়ের পর বলেন কোহলি। ২০১৫ সালে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এই শ্রীলঙ্কাকে হারিয়েই (২-১) শুরু। এবার সেটি টানা ৮ সিরিজ জয়ে রূপ পেল। ‘নয়’ জয়ে রেকর্ডটা এখনও অস্ট্রেলিয়ার (২০০৫-২০০৮) দখলে। সেটি ছোঁয়ার এবং ভেঙ্গে দেয়ার সুযোগ ‘সুপার’ কোহলির সামনে। তার আগে বাস্তববাদী কোহলির লক্ষ্য প্রতিপক্ষকে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করা, ‘সিরিজ জিততে পারাটা নিশ্চয়ই সুখকর একটা অনুভূতি? ‘ইয়েস, হোয়াইটওয়াশেরও একটা সম্ভাবনা আছে। কিন্তু আমরা এখন আর টেস্ট ম্যাচ ক্রিকেটকে হোম বা এ্যাওয়ে দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছি না। আমরা টেস্ট ম্যাচকে শুধুই টেস্ট ম্যাচ হিসেবে দেখছি। কোথায় খেলছি সেটা নিয়ে ভাবব না। যেখানেই খেলি জেতাটাই আমাদের লক্ষ্য। যদি নিজেদের দক্ষতার ওপর যথেষ্ট বিশ্বাস আমাদের থাকে, তাহলে কোথায় খেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ হবে না।’ বলেন আত্মবিশ্বাসে ভরপুর কোহলি। পাল্লেকেলে শনিবার শুরু তৃতীয় ও শেষ টেস্ট। তিনি আরও যোগ করেন, ‘টিমের মধ্যে আমি সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। আমাদের শুধু টেস্ট ম্যাচ জেতার ওপর মনঃসংযোগ করতে হবে। সেটা যে পিচেই হোক যে পরিবেশেই হোক। আমরা জেতার অভ্যেস গড়ে তুলতে চাইছি। ড্রেসিংরুমে একে অন্যের সাফল্যে আমরা সত্যিই খুব আনন্দিত হই, গর্বিত হই। সেটাই ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছে।’ ভারতের রেকর্ডের ছড়াছড়ি ঃ (১) প্রথমদিনই ৪০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন চেতেশ্বর পুজারা। এর মধ্যদিয়ে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে পরপর তিনটি সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েন তিনি। (২) দ্বিতীয়দিনটা ছিল অশ্বিনের? ৫১তম টেস্টে বল হাতে ঝাঁঝ দেখান রবি। টেস্টে দ্রুততম ২০০০ রান ও ২৫০ উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে উঠে আসেন ভারতের একনম্বর বোলার। এতদিন (৫৪ টেস্টে) রেকর্ডটা ছিল রিচার্ড হ্যাডলির দখলে। (৩) তৃতীয়দিনে রবীন্দ্র জাদেজা-চমক। ৩২ টেস্টে ১৫০ উইকেট শিকারিদের ক্লাবে ঢুকে পড়েন তিনি? বাঁহাতি বোলার হিসেবে ১৫০ উইকেট প্রাপকদের তালিকায় যা নতুন রেকর্ড। (৪) চতুর্থদিনে পাঁচ উইকেট নেন জাদেজা। টেস্ট ইতিহাসে এই প্রথম একই দলের দু’জন (ও অশ্বিন) পাঁচ উইকেট ও একটি করে হাফসেঞ্চুরি হাঁকালেন। অধিনায়ক কোহলির সাফল্য ঃ (১) ২-১ বনাম শ্রীলঙ্কা, ২০১৫ সাল, (২) ৩-০ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৫ সাল, (৩) ২-০ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬ সাল, (৪) ৩-০ বনাম নিউজিল্যান্ড, ২০১৬ সাল, (৫) ৪-০ বনাম ইংল্যান্ড, ২০১৬ সাল, (৬) ১-০ বনাম বাংলাদেশ, ২০১৭ সাল, (৭) ২-১ বনাম অস্ট্রেলিয়া, ২০১৭ সাল, (৮) ২-০ বনাম শ্রীলঙ্কা (চলতি সফরে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জয়), ২০১৭ সাল। এত প্রাপ্তির মাঝে অতিথিদের জন্য খানিক দুঃসংবাদ, কলম্বোজয়ের নায়ক জাদেজা পাল্লেকেলে টেস্টে খেলতে পারছেন না। অসদাচরণের দায়ে একম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফর্মের তুঙ্গে থাকা তুখোড় এই স্পিনিং-অলরাউন্ডার।
×