ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের আধিপত্য

বোল্টের পথ ধরলেন এলেইন, মহিলায় স্বর্ণপদক টরির

প্রকাশিত: ০৫:১৯, ৮ আগস্ট ২০১৭

বোল্টের পথ ধরলেন এলেইন, মহিলায় স্বর্ণপদক টরির

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ দ্রুতই প্রতিশোধ নিয়ে নিলেন টরি বাউয়ি। গত অলিম্পিকে হেরে গিয়েছিলেন এ মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা স্প্রিন্টার। অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন জ্যামাইকার এলেইন টমসন। এবার তাকে হারিয়ে অলিম্পিকের প্রতিশোধ নিয়েছেন বাউয়ি বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে। স্প্রিন্ট জগতে যুগে যুগেই একক আধিপত্য জ্যামাইকার। এবার সেই শ্রেষ্ঠত্ব খর্ব হয়েছে শনিবার রাতেই। কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট হেরে গেছেন মার্কিন চরম প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিনের কাছে। জ্যামাইকান ‘বিদ্যুত’ নিভে যাওয়ার পর এবার মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে টমসনেরও পতন ঘটল। ট্র্যাক এ্যান্ড ফিল্ডে রীতিমতো ঝড় তুলে আধিপত্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। রিও ডি জেনিরো অলিম্পিকে অনেক পিছিয়ে থেকেই দ্বিতীয় হয়েছিলেন বাউয়ি। এলেইন ছিলেন দারুণ গতিময়। তাকে থামানো যায়নি। যদিও শুরুটা বরাবরই এলেইনের চেয়ে দ্রুততর বাউয়ির। কিন্তু মুহূর্তেই গতি বাড়িয়ে দারুণ ফিনিশিংয়ে সিদ্ধহস্ত এলেইন। আর সে কারণেই পেরে ওঠেননি তিনি। এবার লন্ডনে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপসের আগে বেশ কয়েকটি মিটে এলেইনের কাছে হেরেছেন বাউয়ি। আর এলেইন একের পর এক জিতেই যাচ্ছিলেন। ট্র্যাক এ্যান্ড ফিল্ডের স্প্রিন্ট জগতে তিনি যেন রাণী হয়ে উঠছিলেন। একদিকে যেমন জ্যামাইকান কিংবদন্তি বোল্টের অদম্য নৈপুণ্য, তেমনি অন্যদিকে এলেইন নিজের সাম্রাজ্য সুসংহত করছিলেন। কিন্তু লন্ডন অলিম্পিক স্টেডিয়াম এবার হতচকিত হওয়ার মতো অনেক কিছুই পেয়ে যাচ্ছে। একেবারে শুরুর দিন অবশ্য সবকিছু পরিকল্পনা মাফিকই হয়েছে। দূরপাল্লার দৌড়ে কিংবদন্তি মো ফারাহ ঠিকই জিতেছেন তার ক্যারিয়ারের শেষ বিশ্ব আসরে। কিন্তু একদিন পরই হেরে গেছেন বোল্ট সবাইকে আশ্চর্য করে। এবার এলেইনও তার পথ অনুসরণ করলেন। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে রবিবার রাতেও স্টেডিয়াম ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। কারণ স্প্রিন্ট ইভেন্ট ছাড়াও সেখানে ছিল চাকতি নিক্ষেপ, হেপ্টাথলন আর পোল ভল্টের ফাইনাল। যদিও সবার আকর্ষণের কেন্দ্রেই ছিল ১০০ মিটার স্প্রিন্ট। সবাইকে চমক উপহার দিলেন বাউয়ি। তিনি ১০.৮৫ সেকেন্ড টাইমিং গড়ে সবার আগে শেষ করলেন। অথচ ১০.৮৩ সেকেন্ড টাইমিং নিয়েও রিও অলিম্পিকে তিনি দ্বিতীয় হয়েছিলেন। আর ১০.৭১ সেকেন্ড টাইমিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন এলেইন। সেই এলেইন অন্যতম ফেবারিট হিসেবে নেমে এবার একেবারেই বাজে টাইমিং গড়েছেন। বোল্ট ব্রোঞ্জ জিতলেও এলেইন থেকেছেন কপর্দকহীন। তিনি ১০.৯৮ সেকেন্ড টাইমিংয়ে হয়েছেন পঞ্চম। আইভোরি কোস্টের ম্যারি জোসি টা লুই সবাইকে চমকে দিয়ে জিতেছেন রৌপ্য। তার টাইমিং ছিল ১০.৮৬Ñ অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে তার। এটি ছিল রিও অলিম্পিকে চতুর্থ হওয়া জোসির ব্যক্তিগত সেরা টাইমিং। আর হল্যান্ডের আলোচিত স্প্রিন্টার ড্যাফনে শিপার্স ব্রোঞ্জ জিততে সক্ষম হয়েছেন। রিও অলিম্পিকে পঞ্চম হওয়া শিপার্স এবার ১০.৯৬ সেকেন্ড টাইমিং গড়েন। অবশেষে ক্যারিয়ারে প্রথমবার বিশ্ব আসর স্বর্ণপদক জিতে দারুণ খুশি বাউয়ি। তিনি বলেন, ‘শেষ লাইন স্পর্শ না করা পর্যন্ত কখনও আমি হাল ছাড়ি না।’ ভাগ্যটা ভাল এ মার্কিন স্প্রিন্টারের। শেষ হওয়ার পর তিনি হোঁচট খেয়ে পড়ে যান ট্র্যাকে। জোসি ভেবেছিলেন তিনি জিতে গেছেন, তাই উদযাপনও করেছেন। কিন্তু পরবর্তীতে ইলেক্ট্রনিক স্কোরবোর্ডে দেখা যায় বাউয়ি ০.০১ সেকেন্ড কম সময় নিয়ে এগিয়ে ছিলেন। এ বিষয়ে বাউয়ি বলেন, ‘আমার নিজেরও ধারণা ছিল না যে আমি জিতেছি। শুধু আমি জানতাম প্রয়োজনে আজ আমি ট্র্যাকে জীবন দিয়ে দেব।’ পুরুষদের শটপুটে স্বর্ণ জিতেছেন নিউজিল্যান্ডের টমাস ওয়ালশ। নিজের সেরা ২২.০৩ মিটার পর্যন্ত ছুড়েছেন এদিন। গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের জো কোভাকস ২১.৬৬ মিটার ছুড়ে হয়েছেন দ্বিতীয়। আর ক্রোয়েশিয়ার স্টাইপ জুনিচ ২১.৪৬ মিটার দূরত্ব ছুড়ে ব্রোঞ্জ জয় করেন। পোল ভল্টে গ্রীসের অলিম্পিক চ্যাম্পিয়ন একাতেরিনা স্টেফানিডি ৪.৯১ মিটার উচ্চতা পেরিয়ে জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক লাভ করেন। চ্যাম্পিয়নশিপস রেকর্ড ৫.০২ উচ্চতা তিনবারের চেষ্টায়ও পেরোতে পারেননি তিনি। মার্কিন তরুণী স্যান্ডি মরিস ৪.৭৫ মিটার পেরিয়ে রৌপ্য এবং গত আসরের চ্যাম্পিয়ন কিউবার ইয়ারিসলি সিলভা ও ভেনিজুয়েলার রোবেইলিস পিনাডো যৌথভাবে ব্রোঞ্জ জেতেন।
×