ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্দিকুরকে চোখ দান করতে চান মধুপুরের জাহাঙ্গীর

প্রকাশিত: ০৪:৫৫, ৮ আগস্ট ২০১৭

সিদ্দিকুরকে চোখ দান করতে চান মধুপুরের জাহাঙ্গীর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৭ আগস্ট ॥ কেন্দ্র থেকে নয়, প্রান্ত থেকেই শুরু হোক’ সেøাগান নিয়ে মধুপুরে নির্মিত বিশ্বের প্রথম কলম ভাস্কর্যের উদ্যোক্তা জাহাঙ্গীর কবির এবার শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে চোখ দান করতে চান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ কথাটি সত্য প্রমাণ করতেই শিক্ষার্থী জাহাঙ্গীর কবির পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ হারাতে বসা সিদ্দিকুর রহমানকে নিজের একটি চোখ দান করে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছেন। জাহাঙ্গীর কবির মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ১৯৯২ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। সাত ভাই-বোনের মধ্যে জাহাঙ্গীর কবির তৃতীয়। ঢাকার মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্র। শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারশেলে আঘাতপ্রাপ্ত সিদ্দিকুর রহমান চোখ হারাতে বসলে জাহাঙ্গীর কবির সিদ্দিককে নিজের একটি চোখ দানের ইচ্ছা জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে জাহাঙ্গীর কবির লিখেন, দৃষ্টির জন্য দৃষ্টি আকর্ষণ! জাহাঙ্গীর কবির জানান, জন্মের পর থেকে সিদ্দিকুর তার চোখ দিয়ে পৃথিবীর আলো দেখেছে। বাবা-মা, ভাই-বোন সবাইকে সে অবলোকন করে আসছিল। হঠাৎ এক দুর্ঘটনায় তার চোখের আলো চিরতরে হারিয়ে ফেলবে, কোন কিছুই সে দেখতে পারবে না সেটা আমি মেনে নিতে পারছি না। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, যদি রেটিনা প্রতিস্থাপনে সিদ্দিকুরের চোখের আলো ফিরে পায় তাহলে আমি আমার একটি চোখ তাকে দান করব। তিনি জানান, আমার পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি। আমি তাদের বলেছি, যদি এখন দেশে যুদ্ধ হয়, তবে আমি যুদ্ধে যাব। মনে কর তোমার ছেলে যুদ্ধে গিয়ে একটি চোখ হারিয়েছে। এর আগে জাহাঙ্গীর কবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ তরুণ এবং ৫০ তরুণীকে নিয়ে উপজেলার অরণখোলা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এইচএম জাহাঙ্গীর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্বের প্রথম কলম ভাস্কর্য নির্মাণ করার উদ্যোগ নেন।
×