ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালিশে প্রহসন ॥ অন্তঃসত্ত্বা কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:৫২, ৮ আগস্ট ২০১৭

সালিশে প্রহসন ॥ অন্তঃসত্ত্বা কিশোরীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে মেলামেলা ও অন্তঃসত্ত্বা হবার পর বিয়ের দাবিতে গ্রাম্য সালিশে প্রহসনের বিচারের শিকার হয়েছে এক কিশোরী। আর তাতে হতাশ হয়ে কিশোরীটি কিটনাশক পান করে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায়। ভুক্তভোগী কিশোরী জানায়, গত দেড় বছর পূর্বে একই গ্রামের হযরত আলীর ছেলে মাহাদি হাসান ওরফে তুষার (২৪) তার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এর পর থেকে প্রথমে অবাধ ঘুরাফেরা এবং পরে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত ২১ জুলাই ইছাখালী এলাকায় মাহাদীর বন্ধু আহাম্মদ আলীর শ্বশুরবাড়িতে রাতে গ্রামবাসীর হাতে আটক হলে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে পড়ানো হয়। সকাল বেলা কাজী ডেকে বিবাহ রেজিস্ট্রির সিদ্ধান্ত নেয়া হয়। মাহাদীর আত্মীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন এসে জোরপূর্বক মাহাদীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর মাহাদীর পরিবার বিয়ে রেজিস্ট্রি না করে টালবাহানা করতে থাকে এবং কুলসুমের পরিবারকে হুমকি দিতে থাকে। পরে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জ আদালতে কুলসুম বাদী হয়ে মামলা দায়ের করে। এদিকে কুলসুম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গত ৩ দিন আগে অপর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, করিম পাঠান, মোস্তফা মাতাব্বর ও দেলোয়ার মাস্টারসহ স্থানীয়রা বিষয়টির সমাধান করতে সালিশ বসে। সালিশের আগে কুলসুমকে ৩ শত টাকার খালি স্ট্যাম্পে সই দিতে বলেন মাতব্বরা। কুলসুম ও তার পরিবার বিষয়টি প্রহসনের বিচার হচ্ছে মনে করে স্ট্যাম্পে সই করেনি। এরপর রাগে ক্ষোভে কুলসুম ওই বাড়ির দোতলায় গিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। ঢাকা মেডিক্যাল কলেজে ৩ দিন চিকিৎসার পর কুলসুম প্রাণে বেঁচে যায়।
×