ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

প্রকাশিত: ০৪:৫১, ৮ আগস্ট ২০১৭

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ আগস্ট ॥ মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধর ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে। আসামিপক্ষ উচ্চ আদালতে চার্জ গঠনের বিরুদ্ধে রিভিশন করায় মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। এদিন সাক্ষ্যগ্রহণ করা হবে। সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ দিন ধার্য ছিল। আসামি সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল, সোহবান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ আদালতে হাজির ছিলেন। উল্লেখ্য, ২০১৫ মালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশুকন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়।
×