ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৮শ’ সিটিবাস গার্মেন্টসে ব্যস্ত ॥ যাত্রী ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৪:৪৭, ৮ আগস্ট ২০১৭

চট্টগ্রামে ৮শ’ সিটিবাস গার্মেন্টসে ব্যস্ত ॥ যাত্রী ভোগান্তি চরমে

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিভিন্ন সড়কে বিআরটিএর রুট অনুমোদন অনুযায়ী চলছে না। এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসছে প্রত্যক্ষ ভোগান্তির কারণে। কিন্তু সিএমপির ট্রাফিক বিভাগ যাত্রীদের এমন অভিযোগ মাসোয়ারার কারণে আমলে নিচ্ছে না। গণপরিবহনের চলাচল ব্যবস্থায় সুনির্দিষ্টতা নিশ্চিতে বিআরটিএ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তদারকির কথা থাকলেও তা নেই। এই সুযোগে সিটি বাস মালিকরা অবৈধভাবে সকাল ও বিকেলে ইপিজেডসহ নগরীর প্রতিটি গার্মেন্টসে এসব সিটি বাস ভাড়া দিয়ে অতি মুনাফ লুফে নিচ্ছে। এদিকে এ ধরনের অনিয়ম বন্ধে সিএমপি ও বিআরটিএর পক্ষ থেকে রুট নির্ধারণে অভিযান শুরু হয়েছে। নগরীর সিআরবির সাত রাস্তার মোড়ে বাসগুলো অবস্থান নিয়ে রুট পারমিটসহ পরিবহনের যাবতীয় কাগজ পরীক্ষা-নিরীক্ষা করছে বিআরটির পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়া ও সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) ও রুট জরিপ সংক্রান্ত গঠিত যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ছত্রধর ত্রিপুরা। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলাচলরত সিট বাস বা লোকাল বাস মালিকরা অবৈধ ব্যবসায় নেমেছে। নগরীর রাস্তায় গাড়ির কৃত্রিম সঙ্কট তৈরি করে বাস মালিকরা অবৈধভাবে গার্মেন্টসে ভাড়া দিচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ও বিকেলে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিগুণ ভাড়ায় চালাচ্ছে প্রায় ৮শ বাস। ফলে গণপবিহনের কৃত্রিম সঙ্কট যেমন বৈরী হচ্ছে তেমনি যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে। এদিকে নগরীর রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িই অবৈধভাবে ও জাল কাগজপত্র দিয়ে চলাচল করছে। বেশিরভাগ গাড়ি ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ইন্স্যুরেন্স সার্টিফিকেট না নিয়েই রাস্তায় গাড়ি নামাচ্ছে। এতে গাড়ি মালিক সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আয় বাড়াচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। সিএমপির ট্রাফিক বিভাগ পশ্চিমের দফতর সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত ওয়াসার মোড়স্থ জমিয়াতুল ফালহা মসজিদ মাঠের পরিবর্তে ২০ দিনব্যাপী এই কার্যক্রম শেষ পর্যন্ত সিআরবির শিরীষ তালা সংলগ্ন সাত রাস্তার মোড়ে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কমিটি কর্তৃক রুট জরিপ কার্যক্রমে রুট অনুমোদন অনুযায়ী গাড়ির সামনের ও পিছনের গ্লাসে স্টিকার লাগানো হচ্ছে সিএমপির পক্ষ থেকে। বিআরটির পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়া ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) ও রুট জরিপ সংক্রান্ত গঠিত যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ছত্রধর ত্রিপুরার উপস্থিতে অভিযান টিম ফুটপাতে অফিস খুলে বসেছে। এ ব্যাপারে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) ও রুট যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ছত্রধর ত্রিপুরা জনকণ্ঠকে জানান, অভিযানের ২য় দিনে বাস ও মিনিবাসের রুটপারমিটসহ সকল কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে গণপরিহন চলাচল নিশ্চিত করতে লাগানো হচ্ছে স্টিকার। পরীক্ষার পর গাড়ির গ্লাসে বিশেষ স্টিকার লাগানোর ফলে বাসগুলো অন্য রুটে অবৈধভাবে চলাচল যেমন কমবে তেমনি যাত্রীদেরও পরিবহন সঙ্কট কমবে।
×