ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

অষ্টম শ্রেণির বিজ্ঞান অধ্যায়-০৬, পরমাণুর গঠন

প্রকাশিত: ০৪:১০, ৮ আগস্ট ২০১৭

অষ্টম শ্রেণির বিজ্ঞান অধ্যায়-০৬, পরমাণুর গঠন

প্রাক্তন সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (জ্ঞানমূলক ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর) ২৬। কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে? উত্তর : ৩টি ২৭। কার্বনের বেশিরভাগ পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন রয়েছে? উত্তর : ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন [*** কার্বনের কিছু কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রনও থাকে ***] ২৮। অস্থায়ী আইসোটোপ কী বিকিরণ করে? উত্তর : বিভিন্ন তেজষ্ক্রিয় রশ্মি ও কণা ২৯। বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে কী ব্যবহার করা হয়? উত্তর : আইসোটোপ ৩০। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয় কী ব্যবহার করে? উত্তর : আইসোটোপের তেজষ্ক্রিয় বিকিরণ করে ৩১। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কী ব্যবহার করে? উত্তর : তেজষ্ক্রিয় রশ্মি ৩২। পরমাণুতে কোন মৌলিক কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে? উত্তর : ইলেকট্রন ৩৩। কক্ষপথগুলোকে কী বলা হয়? উত্তর : শক্তিস্তর ৩৪। আর্গনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৮ ৩৫। সালফারের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৬ ৩৬। সিলিকন এর ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৪ ৩৭। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৫ ৩৮। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ১ ৩৯। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,২ ৪০। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২ ৪১। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৩ ৪২। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮,৭ ৪৩। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,১ ৪৪। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৭ ৪৫। বোরনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৩
×