ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আাইট্র্যাকিং ফিচার

প্রকাশিত: ০৪:০৭, ৮ আগস্ট ২০১৭

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আাইট্র্যাকিং ফিচার

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজতে সম্প্রতি পুরস্কারের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এবার এ অপারেটিং সিস্টেমে বিল্ট ইন আইট্র্যাকিং ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফিচারটি কাজে লাগিয়ে কি-বোর্ড বা মাউসের সাহায্য ছাড়াই চোখের ইশারায় বিভিন্ন প্রোগ্রাম চালু, টাইপ এমনকি পেজ স্ক্রলও করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী ডিভাইসের যে অংশে তাকাবেন সেটি অনুসরণ করে কাজ করবে ফিচারটি। সংশ্লিষ্টরা বলছেন, ‘আই কন্ট্রোল’ নামের ফিচারটি শারীরিক প্রতিবন্ধীদের কম্পিউটার ব্যবহারে সহায়তা করবে। ফিচারটির কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষা করেছে মাইক্রোসফট। তবে কবে নাগাদ উন্মুক্ত হবে সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম তিন মাস ধরে উর্ধমুখী টানা তিন মাস উর্ধমুখী রয়েছে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম। চিনি ও দুগ্ধজাত খাবারের দাম বৃদ্ধির কারণেই খাদ্যপণ্যের বাজার চড়া বলে জানিয়েছে জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। জুলাই মাসের ওপর করা এ সংক্রান্ত এক প্রতিবেদনে এফএও জানিয়েছে, তারা যে পাঁচটি পণ্যের মূল্যসূচক করে থাকে জুলাই মাসে সেগুলোর মূল্যসূচক ২০১৫ সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের তুলনায় এ সূচক ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর ২০১৬ সালের জুন মাস থেকে এক বছরের ব্যবধানে বেড়েছে ১০ দশমিক ২ শতাংশ। জুলাই মাসে এ সূচক দাঁড়িয়েছে ১৭৯ দশমিক ১ পয়েন্টে। গত জুন মাসে ছিল ১৭৫ দশমিক ২ পয়েন্টে। খাদ্যের মধ্যে দুগ্ধজাতীয় পণ্য মাখনের রেকর্ড দাম, মাংসের চড়া বাজার ও বৈরী আবহাওয়ায় গমের উৎপাদন শঙ্কা বৈশ্বিক খাবারের দামকে প্রতিনিধিত্ব করেছে। প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে ময়দা ও আটার মূল্যসূচক বেড়েছে ৫.১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×