ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে থাই প্রতিনিধি দল আসছে

প্রকাশিত: ০৪:০৫, ৮ আগস্ট ২০১৭

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে থাই প্রতিনিধি দল আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এবার থাইল্যাল্ডের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। আগামী ৯-১০ আগস্ট ঢাকায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার চতুর্থ জয়েন্ট ট্রেড কমিশনের (জেটিসি) বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে জেটিসির ৩য় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। এবারের বৈঠকে, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে থাইল্যান্ডের কাছে পণ্য রফতানিতে শুল্ক সুবিধা চাওয়া হবে। এছাড়া ভিসা সহজীকরণ, শুল্ক ও অশুল্কজনিত যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার আহ্বান জানাবে বাংলাদেশ। এদিকে, এবারের জেটিসি বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং থাইল্যান্ড দলের নেতৃত্ব দেবে সে দেশের বাণিজ্যমন্ত্রী মি. আপিরাধী টান্টরাপ্রন। মন্ত্রিপর্যায়ের সভার পূর্বে জেটিসির সচিব পর্যায়ের সভায় বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশীষ বসু এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েনের মহাপরিচালক মি. বনিইয়ারটি স্ব স্ব দলের নেতৃত্ব দেবেন। প্রায় চার বছর পর অনুষ্ঠিতব্য সভায় উভয় দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগে উৎসাহিত করা হবে। এর অংশ হিসেবে থাইল্যান্ডের নেতৃত্ব স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি দল এ সভায় যোগদানের জন্য ঢাকায় আসবে। সভায় অন্যান্য বিষয় আলোচনার সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিদ্যমান ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্যের থাইল্যান্ডের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার বিষয়ে অনুরোধ জানানো হবে। অপরদিকে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
×