ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসা সম্প্রসারণ করবে সামিট এ্যালায়েন্স পোর্ট

প্রকাশিত: ০৪:০২, ৮ আগস্ট ২০১৭

ব্যবসা সম্প্রসারণ করবে সামিট এ্যালায়েন্স পোর্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেবা-আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্টের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য একটি দরপত্রে অংশগ্রহণ করেছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সামিট এ্যালায়েন্স কলকাতায় গার্ডেন রিচ টার্মিনাল ও পাটনাতে গাইঘাট ও কালুঘাট পোর্ট সজ্জিত, অপারেটিং ও ব্যবস্থাপনার জন্য ৩০ বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় ব্যন্ড অর্থের জন্য ও ভারতীয় রুপীর জন্য ব্যাংকের গ্যারান্টি ফর্ম হিসেবে বিড সিকিউরিটি ডিপোজিট প্রদান করা হয়েছিল। প্রযুক্তিগত যোগ্যতা ও আর্থিক প্রস্তাব উভয় পরীক্ষার পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সফল দরপত্রদাতা হিসেবে সামিট এ্যালায়েন্স পোর্ট কনসোর্টিয়াম নির্বাচিত হয়েছে। প্রস্তাবিত অনুরোধের জন্য কোম্পানির পরিচালক বোর্ডের শর্তাবলী পূরণের সময় সীমাবদ্ধতা বিবেচনা করে এই প্রকল্পে এসপিএল কনসোর্টিয়ামের পক্ষে পুরস্কার দেয়া হয়। এছাড়াও বাংলাদেশ ও ভারত উভয় দেশের ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকরী ব্যহত সকল নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পদক্ষেপগুলো হচ্ছেÑ ভারতীয় কোম্পানি আইনের বিশেষ উদ্দেশ্যে ভেহিকল কোম্পানি গঠন, হ্যান্ডলিং যন্ত্রপাতি প্রবর্তনের জন্য সমতুল্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও প্রজেক্ট উন্নয়নের জন্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার আইএফসি পরিশোধ করতে হবে।
×