ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

প্রকাশিত: ০৩:৪২, ৮ আগস্ট ২০১৭

ন্যান্সি-বাশারের ‘জলরঙ’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি সম্প্রতি নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন। গানটির শিরোনাম ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। ‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি, সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’Ñএ রকম কথায় গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। এর আগে রেজাউর রহমান রিজভীর লেখা গানে ন্যান্সি কণ্ঠ দিলেও খায়রুল বাশার এবং সজীব দাসের সঙ্গে এটাই তার প্রথম কাজ। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে। বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সঙ্গীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা। সজীব দাস বলেন, ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। আর বাশারের গায়কীও বেশ ভাল। দু’জনের কম্বিনেশনে ‘জলরঙ’ গানটি বেশ ভাল হয়েছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন। বাশার জানান, আসন্ন ঈদ- উল-আযহায় ‘জলরঙ’ গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে। আর এই গানটি তার একক এ্যালবাম ‘জলরঙ’-এর টাইটেল সং হিসেবে থাকবে। এ্যালবামের অন্য দুটি গানেরও সুর-সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। চলতি বছরের শেষে এ্যালবামটি প্রকাশ পাবে বলে বাশার জানিয়েছেন।
×