ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে জঙ্গী হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

প্রকাশিত: ০৩:৪০, ৮ আগস্ট ২০১৭

আফগানিস্তানে জঙ্গী হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পুল প্রদেশের একটি গ্রামে জঙ্গীদের হামলায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি লোক নিহত হয়েছেন। রবিবার রাতে সায়ায়াদ জেলার মির্জাওয়ালাং গ্রামে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক গবর্নরের মুখপাত্র জাবিউল্লাহ আমানি। খবর গার্ডিয়ান ও এএফপির। আমানি জানান, বিদ্রোহীরা মির্জাওয়ালাংয়ের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় গ্রাম প্রধানদের বরাতে তিনি আরও জানিয়েছেন, হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ ৫০ জনের বেশি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য। তাদের অত্যন্ত নৃশংস ও অমানুষিকভাবে হত্যা করা হয়েছে। জঙ্গীদের সঙ্গে লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও নিহত হয়েছেন। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গীও নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে জঙ্গীদের পরিচয় ও হামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি হামলাকে মানবতাবিরোধী বলে এর নিন্দা করেছেন। তিনি এক বার্তায় জানান, আবারও সন্ত্রাসীরা বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে। এ হত্যাকা- মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং এটি একটি যুদ্ধাপরাধ। ঘটনাস্থলে আফগান বিমানবাহিনীর য্দ্ধুবিমানসহ নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে বলে রাজধানী কাবুলে আফগান সরকারের এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন। নাইজিরিয়ায় গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১ স্থানীয় দুই ব্যক্তির ঝগড়াকে কেন্দ্র করে নাইজিরিয়ার দক্ষিণ-পূবার্ঞ্চলে সেন্ট ফিলিপস নামে এক ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের গুলিবর্ষণে ১১ জন নিহত হয়েছেন। ওয়েবসাইট। রবিবার সকালে আনামব্রা রাজ্যের ওজুবুলু এলাকার এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য পুলিশ প্রধান গারবা উমর। পুলিশের ধারণা, যে ব্যক্তিকে হত্যার জন্য বন্দুকধারীরা গির্জায় হামলা চালিয়েছিল, হামলার সময় তিনি সেখানে ছিলেন না তাই বেঁচে গিয়েছেন। তারা স্থানীয় এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করছিল বলে মনে করছে পুলিশ, তবে কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি। সহিংসতার এ ঘটনা মাদক-পাচারের সঙ্গেও সম্পর্কিত হতে পারে জানিয়ে উমর বলেন, তাদের টার্গেট গির্জায় আছে ভেবে বন্দুকধারীরা সেখানে এসেছিল, কিন্তু ঘটনাক্রমে তিনি সেখানে ছিলেন না।
×