ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যানেল ফোরে ডায়ানার ওপর প্রামাণ্য চিত্র

‘আমার জীবনের গভীরতম প্রেম ছিল তার সঙ্গে’

প্রকাশিত: ০৩:৩৯, ৮ আগস্ট ২০১৭

‘আমার জীবনের গভীরতম প্রেম ছিল তার সঙ্গে’

ব্রিটেনের প্রিন্সেস ডায়ানাকে নিয়ে এই প্রথম প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি তার এক দেহরক্ষীর সঙ্গে গভীর প্রেমে জড়িয়ে গিয়ে ছিলেন। ডায়ানা বলেন, ‘তার সঙ্গে আমার জীবনের সবচেয়ে গভীর ও আনন্দঘন ভালবাসার সম্পর্ক ছিল।’ ডায়ানার মৃত্যুর বিশ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনের চ্যানেল ফোর ডায়ানার ওপর এক প্রামাণ্য চিত্র প্রচার করেছে। এই প্রামাণ্য চিত্রে রাজপরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে অনেকে এটি প্রচারের বিরুদ্ধে ছিলেন। তারপরও চ্যানেল ফোর রবিবার এটি সম্প্রচার করেছে। এর মাধ্যমে রাজপরিবারের অনেক অজানা কাহিনী জনসম্মুখে উঠে এসেছে। অপূর্ব সুন্দরী ডায়ানার জীবন কাহিনী নিয়ে মানুষের কৌতূহলের সীমা পরিসীমা নেই। তার বিবাহিত জীবনে এবং বিবাহিত জীবনের বাইরে তিনি অনেক পুরুষের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন। সে জন্য তিনি যেমন রাজপরিবারের রোষানলে পড়েছেন তেমনি তাকে সাধারণ মানুষের সমালোচনারও শিকার হতে হয়েছে। পুরুষশাসিত সমাজে নারীদের দোষ যেমন বেশি করে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশ পায় তেমনটি কিন্তু পুরুষের বেলায় ঘটে না। প্রিন্স চার্লসের বেলায়ও ঘটেনি। ঘরে ডায়ানার মতো অনিন্দ্য সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার চেয়ে বেশি বয়সের বিবাহিত নারী ক্যামিলা পার্কারকে সময় দিতেন বেশি। এটি রাজপরিবারে কোন গোপন বিষয় ছিল না বরং ওপেন সিক্রেটই বলা চলে। এটি সহ আরও অনেক বিষয় ডায়ানার আত্মাভিমানে আঘাত হানে। তাকে ক্রমে ক্রমে নিসঙ্গতা ও বেপরোয়া জীবনের দিকে টেনে নিয়ে যায়, যার পরিণতিতে তাদের পনেরো বছরের বিবাহিত জীবন শেষ হয় ১৯৯৬ সালের ২৮ আগস্ট চার্লসের সঙ্গে ডিভোর্সের মাধ্যমে এবং এর ঠিক এক বছর পর ১৯৯৭ সালের ৩১ আগস্ট বয়ফ্রেন্ড ডোডি ফায়েদের সঙ্গে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু হয়। এই মৃত্যু নিয়েও অনেকে অনেক কথা বলেন, অনেক ষড়যন্ত্রতত্ত্ব আবিষ্কৃত হয়েছে। কিন্তু যে কথাটি মানুষের মনে বিষাদের সুরে উচ্চারিত হয় তা হচ্ছে, এত জৌলুসপূর্ণ জীবন ও বিত্ত বৈভব থাকা সত্ত্বেও ডায়ানা কেন জীবনে সুখী হতে পারলেন না কী ছিল না তার? দুটি সন্তান রেখে কেন তাকে মাত্র ছত্রিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, সে জন্য কী তিনি একা দায়ী? সেসব অজানা কথার কিছুটা অংশ উঠে এসেছে ‘ডায়ানা ইন হার ওন ওয়ার্ডস’ প্রামাণ্য চিত্রে। সাক্ষাতকারে ডায়ানা তার দেহরক্ষী প্রেমিকের নাম উল্লেখ না করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এই দেহরক্ষী ছিলেন ৩৯ বছর বয়স্ক এক পুলিশ অফিসারÑ নাম ব্যারি ম্যানাকি। -ইনডিপেনডেন্ট
×