ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিল রায়ে আওয়ামী লীগ বেহাল ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৫৩, ৭ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী  বাতিল রায়ে  আওয়ামী লীগ  বেহাল ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে ক্ষমতাসীনরা পদত্যাগ করত। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগ হতাশ ও বেহাল হয়ে পড়েছে। রবিবার দুপুরে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি খুব বেশি উৎসাহী হয়ে পড়েছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথা বলেছেন তার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি নয়, দেশের জনগণ খুশি হয়েছে। ‘যতবার ষোড়শ সংশোধনীর রায় বাতিল হবে, ততবারই সংসদে পাস হবে’ -অর্থমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, তার এ বক্তব্যকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আর সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমরা কিছু বলতে চাই না আর এ নিয়ে আমাদের বিশেষভাবে উৎফুল্ল হওয়া বা না হওয়ার কোন কারণ নেই। তবে এই রায় নিয়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীরা যা বলছেন তা আদালত অবমাননার শামিল। ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে স্বাগত জানিয়েছি। আমরা মনে করি, এই রায়ের ভিত্তিতে সরকারের যদি ন্যূনতম মূল্যবোধ থাকে এবং নৈতিকতার লেশ মাত্র অবশিষ্ট থাকে, তাহলে অবিলম্বে পদত্যাগ করে একটি সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যেখানে দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটে। সরকার দেশের গণতন্ত্রকে জবাই করেছে- নজরুল বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে জবাই করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশে প্রথম এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। তারা এখন বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। কারণ, এ সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারি দেখেছি। আমরা দেখেছি কিভাবে ১৫৩ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়।
×