ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কন্টুরিং এবং হাইলাইটিং

প্রকাশিত: ০৬:০০, ৭ আগস্ট ২০১৭

কন্টুরিং এবং হাইলাইটিং

ন্যাচারাল ফেসে খেয়াল করলেই দেখা যায় কিছু আলো-ছায়া রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গা সামনের দিকে এবং কিছু কিছু জায়গা পেছনের দিকে। মেকআপ করার সময় যখন ফাউন্ডেশন ব্যবহার করি, তখন ফেসের আলো-ছায়াটা আর থাকে না, ফেস দেখতে একদম সমান লাগে। তাই মেকআপের মাধ্যমেই ফেসের ন্যাচারাল আলো-ছায়াগুলো ফিরিয়ে আনার জন্য করা হয় ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং। মেকআপে কন্টুরিং এবং হাইলাইটিং খুব গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে করবেন ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং ক্রিম হাইলাইটিং এবং কন্টুরিং যে কোন ক্রিমি কনসিলার অথবা ফাউন্ডেশন দিয়ে করা যায়। হাইলাইটিংয়ের জন্য আপনার ফেসের থেকে অন্ততপক্ষে ২-৩ শেড লাইট একটি কনসিলার ব্যবহার করতে হবে। কন্টুরিংয়ের জন্য আপনার ফেস থেকে ৪-৫ শেড ডার্ক একটি কনসিলার ব্যবহার করতে হবে। কন্টুরিং করতে হবে ফেসের যে জায়গায়গুলো ছায়ার মতো তৈরি করতে চাই অর্থাৎ যে যে অংশ ফুটিয়ে তুলতে চাচ্ছি না যেমন- চিক বোনের নিচে, কপালের হেয়ারলাইনে, নাকের দুই পাশে, থুতনির নিচে ইত্যাদি অংশে। এছাড়াও কিছু বিষয় যেমন- অনেকের কপাল অনেক বেশি চওড়া এবং বড়, অনেকের ডাবল চিন আছে, অনেকের নাক মোটা থাকে, এ সকল খুঁতগুলো কন্টুরিংয়ের মাধ্যমে ঢেকে ফেলা যায় অনেকটা। ধরুন, আপনার নাক মোটা অনেক। এখন আপনি চাচ্ছেন, নাকটাকে একটু শার্প এবং খাড়া দেখাতে, তখন আপনি নাকের দুই পাশে কন্টুরিং করে নিলেন। ব্যস হয়ে যাবে। আপনি যেমন চাচ্ছেন ঠিক তেমন হয়ে যাবেন। হাইলাইটিং করতে হবে ফেসের হাই পয়েন্টগুলোতে। যেমন- চোখের নিচে, নাকের হাড়ে, কপালে, থুতনি, ঠোঁটের উপরে এবং দুই চোয়ালের অংশে। নাক শার্প দেখানোর জন্য যেমন নাকের দুই পাশে কন্টুরিং করেছেন, তেমনি নাকের হাড়টি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে নাকের হাড়ে হাইলাইটিং করে নিলেন। এছাড়াও ক্রিম হাইলাইটিং ফেসে একটা ফ্রেশ ভাব ফুটিয়ে তোলে। খেয়াল রাখতে হবে সবার ফেসের গড়ন এক রকম না। তাই নিজের ফেসের প্রয়োজন অনুযায়ী আগে বুঝতে শিখুন কোথায় কোথায় আপনার কন্টুরিং এবং হাইলাইটিং করা দরকার। শুধুমাত্র একদিনেই আপনি পারফেক্টভাবে ক্রিম হাইলাইটিং এবং কন্টুরিং করতে পারবেন না। নিজে করতে হলে প্রথম প্রথম প্র্যাকটিস করতে হবে। তবেই আয়ত্তে আসবে। ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং মূলত গ্ল্যামারাস ধরনের মেকআপের সঙ্গে করাই ভাল। বিশেষ করে রাতের অনুষ্ঠানে। তাই দিনের বেলায় না করাই ভাল। মডেল : অন্তরা ছবি : নাবিল
×