ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৫:১৪, ৭ আগস্ট ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা লেনদেনের বিরোধ মীমাংসার কথা বলে শনিবার গভীর রাতে হাদিনগর কামাটোলা গ্রামের আফসারের আমবাগানে ডেকে নিয়ে গিয়ে রকি নামে স্থানীয় এক সাংবাদিক ও তার ভাইকে নির্যাতন করে পা ভেঙ্গে দেয়া হয়েছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে। নির্যাতিতরা হলোÑ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর কামাটোলা গ্রামের এফাজ উদ্দিনের ছেলে রাসেল ও তার বড় ভাই রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন ও বিডিলাইভ ২৪ ডট কমের সাংবাদিক রিপন আলী রকি। নির্যাতিত সাংবাদিক রিপন আলী রকির স্ত্রী মোসাঃ সালমা আখতার জানান, রকির ছোট ভাই রাসেলের সঙ্গে একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিফাতের টাকা লেনদেনের ঘটনায় স্থানীয় প্রভাবশালী আবু তালেবের বাড়িতে মীমাংসার কথা বলে শনিবার রাত ১১টার দিকে শিফাত ও তার আত্মীয় দবির, সাদিকুল, ইব্রাহিম, বাবু, শাহিন, তোহরুল, উজির, মানুসহ ১০-১২ জন ব্যক্তি সাংবাদিক রিপন আলী রকি ও তার ছোট ভাই রাসেলকে ডেকে নিয়ে যায়। কিন্তু তালেবের বাড়ি না গিয়ে রাস্তায় তাদের হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে আফসার নামের এক ব্যক্তির আমবাগানে গাছের সঙ্গে বেঁধে রাত দেড়টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এতে সাংবাদিক রকি ও তার ভাই রাসেলের একটি করে পা ভেঙ্গে যায় এবং তাদের কাছে থাকা চারটি মোবাইল সেট ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা ১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সাংবাদিক রিপন আলী রকি ও তার ভাই রাসেলের ওপর নির্যাতন চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
×