ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নুরুল ইসলাম হত্যা নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিল পুলিশ

প্রকাশিত: ০৫:০০, ৭ আগস্ট ২০১৭

নুরুল ইসলাম হত্যা নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিল পুলিশ

স্টাফ রিপোটার ॥ ব্যবসায়ী নুুরুল ইসলাম হত্যা মামলায় সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে নাগরীর সঙ্গে আসামি করা হয়েছে নিহত নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার সুমীকেও। জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাগরী ও তার ‘প্রেমিকা’ সুমীর বিরুদ্ধে রবিবার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রবিউল ইসলাম মামলার আরেক আসামি গাড়িচালক সেলিমকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন। হত্যাকা-ে গাড়িচালকের সম্পৃক্ততার প্রমাণ পাননি তিনি। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, শাহাবুদ্দিন নাগরী বর্তমানে জামিনে রয়েছেন। সুমী রয়েছেন কারাগারে। গত ১৩ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডম-ইনো এ্যাপার্টমেন্টে নিজ বাসায় খুন হন ব্যবসায়ী নুরুল ইসলাম। পরদিন নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন। তাতে অভিযোগ করা হয়, সুমী বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে স্বামী নুরুলকে হত্যা করেছে।
×