ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মডেল হওয়ার স্বপ্ন, অতঃপর...

প্রকাশিত: ০৪:৫১, ৭ আগস্ট ২০১৭

মডেল হওয়ার স্বপ্ন, অতঃপর...

মডেল হওয়ার স্বপ্ন নিয়ে ফ্রেমবন্দী হতে ফটোগ্রাফারের কাছে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু কৌশলে তাকে স্যুটকেসবন্দী করে পর্নোগ্রাফি তৈরিতে চড়াদামে বেচে দেয়ার চেষ্টা করেন লুকাস পাওয়েল হারবা নামে ওই ফটোগ্রাফার। কিন্তু এর আগেই তাকে উদ্ধার ও লুকাসকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে। মডেল হওয়ার জন্য ১০ জুলাই মিলানে আসেন ওই তরুণী। পরদিন ফটোশূট হবে জানিয়ে লুকাস তাকে মিলানে নিজের এ্যাপার্টমেন্টে আসতে বলেন। ১১ জুলাই ওই তরুণী লুকাসের ঘরে ঢোকামাত্রই দরজা বন্ধ করে দেয়া হয়। এরপর দুই যুবক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা তাকে মাদক নিতে বাধ্য করে। এরপর মুখ, হাত-পা বেঁধে একটি বড় স্যুটকেসে ঢুকিয়ে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় তুরিনের প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে। দীর্ঘদিন ওই তরুণীর কোন খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করে পরিবারের সদস্যরা। মিলান পুলিশের এক কর্মকর্তা জানান, ওই তরুণীকে অনলাইন পর্নো সাইটে বিক্রির পরিকল্পনা ছিল চক্রটির। সেটা জেনে তরুণীর এজেন্টকে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলে পুলিশ। এরপর ওই এজেন্টের কাছে তিন লাখ ডলার দাবি করে চক্রটি। এর ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে মডেলের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। ডেইলি নিউজ অবলম্বনে।
×