ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাক পেইন কমাবে স্মার্ট জাঙ্গিয়া

প্রকাশিত: ০৪:৫০, ৭ আগস্ট ২০১৭

ব্যাক পেইন কমাবে স্মার্ট জাঙ্গিয়া

এখন স্মার্ট টেকনোলজির যুগ। এ যুগে জামা থেকে স্মার্ট টয়লেট সবকিছুই বাজারে আছে। এবার বাজারে এসেছে ‘স্মার্ট জাঙ্গিয়া’। ভ্যাবাচ্যাগা খেলেন নিশ্চয়ই! ভাবছেন এটা আবার কোন কাজে লাগবে? তবে বলে রাখি, এটা আপনাকে ব্যাক পেইন থেকে মুক্তি দেবে। এ স্মার্ট আন্ডারওয়্যার তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা দাবি করছেন, এটি পরলে ব্যাক পেইন ও মানসিক চাপ থেকে মুক্ত থাকা যাবে। এমনকি কোন রকম প্রেসার যাতে কোমরের ওপর না পড়ে সেদিকেও সাহায্য করবে। বায়োমেকানিক্স প্রযুক্তির সঙ্গে অত্যাধুনিক পরিধানযোগ্য প্রযুক্তির সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, যারা লোয়ার ব্যাক পেইনে আক্রান্ত তাদের ব্যথা থেকে মুক্তি দেবে এ আন্ডারওয়্যার। পরিধানযোগ্য এ ডিভাইসে দুটি ফ্রেবিক সেকশন আছে। এটি তৈরির জন্য ব্যবহার করা হয়েছে নাইলন ক্যানভাস, লিক্রা, পলেস্টার এবং অন্যান্য উপাদান। ডিভাইসটি একটি এ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এটি এখনও বাণিজ্যিকভাবে উৎপাদনে আসেনি। তাই এটি পরে ব্যাক পেইন থেকে মুক্তি পেতে হলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইউএসএ টুডে অবলম্বনে।
×