ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা আদায়ে যুবককে শিকলে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৪:৪৯, ৭ আগস্ট ২০১৭

পাওনা টাকা আদায়ে যুবককে শিকলে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ আগস্ট ॥ বাউফলে পাওনা টাকা আদায় করতে মামুন কাজী (২২) নামের এক যুবককে শিকলে বেঁধে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছে। পুলিশ শনিবার রাতে ওই যুবককে উদ্ধার করেছে। কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের বগী বাজারে এ ঘটনা ঘটেছে। নির্যাতিত মামুনের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে। তার পিতার নাম মোঃ সেকান্দার আলী। নির্যাতনের শিকার মামুন কাজী জানান, জাকির হোসেনের বেকারি থেকে তিনি দীর্ঘদিন ধরে মালামাল কিনে ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে ওই বেকারিতে মালামাল কিনতে গেলে জাকির তাকে মালামাল না দিয়ে আগের বকেয়া টাকা আদায়ের জন্য শিকল দিয়ে বেঁধে পৈশাচিক কায়দায় নির্যাতন করেন। ওইদিন সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে শিকল দিয়ে বেঁধে রেখে দফায় দফায় নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে শিকলে বাঁধা অবস্থায় ওই বেকারি থেকে উদ্ধার করে। এ ব্যাপারে বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেকারির মালিক জাকির সটকে পড়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে।
×