ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৮, ৭ আগস্ট ২০১৭

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে লিয়াকত আলী নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। এদিকে মিরপুর ও বংশাল এলাকায় ছিনতাইকারীরা দুই পথচারীকে ছুরিকাঘাত করে নগদ প্রায় সোয়া লাখ টাকা ও দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। সূত্র জানায়, লিয়াকত আলী ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেসের পরিচর্যাকর্মী ছিলেন। থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। তার বাবার নাম মৃত জয়নাল আবেদিন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার বাকিলা গ্রামে। ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, লিয়াকত আলী তিস্তা এক্সপ্রেস ট্রেনের যন্ত্রপাতি দেখাশোনা করতেন। তিনি জানান, রবিবার সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার মুখে ট্রেনের দরজায় দাঁড়ানো ছিল লিয়াকত। এ সময় ট্রেনের ঝাকি সামলাতে পারেননি তিনি। এতে পেছন থেকে দরজার ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় লিয়াকত। প্রথমে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর পরিচর্যাকর্মী আঃ কুদ্দুস খান জানান, সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেসে ডিউটি ছিল লিয়াকতের। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছলে হঠাৎ ট্রেন থেকে বাইরে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। এদিকে শনিবার গভীর রাতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের কাছে রাস্তা পার হওয়ার পর বাসের ধাক্কায় সেলিম আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সেলিম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেরিয়ারম্যান ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রবিবার দুপুরে ঢামেক মর্গে সেলিমের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাই মিরপুর ও বংশাল এলাকায় ছিনতাইকারীরা দুই পথচারীকে ছুরিকাঘাত করে নগদ প্রায় সোয়া লাখ টাকা ও দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসায়ী গ্রেফতার রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী তামিম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে পূর্ব রামপুরা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। রামপুরা থানার ওসি প্রলয় কুমার জানান, তামিম এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। ওসি জানান, রবিবার সকালে তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
×