ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলা ও পটুয়াখালীর সংযোগ স্থাপনকারী স্বপ্নের বাঘমারা ব্রিজ উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪৬, ৭ আগস্ট ২০১৭

ভোলা ও পটুয়াখালীর  সংযোগ স্থাপনকারী স্বপ্নের বাঘমারা  ব্রিজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৬ আগস্ট ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা হাওয়া ভবন থেকে প্রধানমন্ত্রীকেও হত্যা করার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ইতোপূর্বে তৃতীয় শক্তি এনে দেশে ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। তারা নির্বাচন বানচালের সর্বাত্মক চেষ্টা করেছে। তাদের অন্য কিছু করারও কোন ক্ষমতা নেই। কোন কিছু হওয়ার সম্ভাবনাও নেই। মন্ত্রী বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিও অংশ নেবে। রবিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে রবিবার দুপুরে উৎসবমুখর পরিবেশে ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী স্বপ্নের সেতু ‘বাঘমারা’ ব্রিজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এলজিইডির অর্থায়নে ৪৪০ মিটার দৈর্ঘ্য এবং ৮.৪ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি ১১ লাখ টাকা। তেঁতুলিয়া শাখা নদীর ওপর নির্মিত বিশাল এ সেতুকে ঘিরে ভোলার বিভিন্ন উপজেলা এবং পটুয়াখালীর সঙ্গে সংযোগ স্থাপন হলো। যার মাধ্যমে লক্ষাধিক মানুষ সুফল পাবে। খুব অল্প সময়ে দুই জেলার যোগাযোগ সহজ হবে। এতে উন্নয়ন হবে অর্থনীতির। এর আগে বাণিজ্য ও এলজিআরডিমন্ত্রী ভোলা সদরের ভেদুরিয়া, ভেলুমিয়া, আলীনগর, ঘুইংগারহাট বাজার, দক্ষিণ দিঘলদী ও শিবপুর ইউনিয়নের বিভিন্ন পথসভা এবং জনসভায় বক্তৃতা করেন। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বে মন্দাভাব থাকা সত্ত্বেও রফতানিতে কোন প্রভাব পড়বে না, কারণ দেশে পণ্য রফতানি হার নির্ধারণ করা ৪১ বিলিয়ন ডলার। দেশে রফতানির প্রবৃদ্ধি বেড়েছে। তাই আগামীতে যে কোন সময়ের চেয়ে রফতানি হার বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিএনপির কোন দাবি-দাওয়া বাস্তবায়ন যোগ্য নয়। সহায়ক সরকার বলে কিছু নেই। নির্বাচন হবে সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন কমিশনের সামগ্রিক তত্ত্বাবধানে। আমরা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করব। এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ভোট চাইতে আসে না। দেশে অরাজকতা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়ন করে চলেছেন। তাই নৌকার বিজয় আগামীতেও হবে। এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে ভোলার চারটি আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, প্রধানমন্ত্রীর জামাতা প্রকৌশলী মাশরুর হোসেন মিতু, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। বোরহানউদ্দিনে আরেকটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন বোরহানউদ্দিন উপজেলায় একটি গ্যাসের অনুসন্ধান কুপ খনন কাজ শুরু হয়েছে। রবিবার বিকেলে বোরহানউদ্দিনের টবগি ইউনিয়নে মুলাইপত্তন গ্রামের মুন্সিরহাট এলাকার গ্যাজপ্রম কর্তৃক শাহাবাজপুর ইস্ট-১ অনুসন্ধান কূপ খনন কজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
×